চাকুলিয়ার মোরবেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

চাকুলিয়ার মোরবেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

Chakulia : মঙ্গলবার সকালে চাকুলিয়া ব্লকের বড়ামারা পঞ্চায়েতের মোরবেড়া গ্রামের বাসিন্দা কটোল মুর্মু (23) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। গ্রামবাসী তাকে চিকিত্‍সার জন্য সিএইচসিতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিধায়ক সমীর মহন্তি সিএইচসি পৌঁছে পরিবারের সদস্যদের কাছে ঘটনার খোঁজখবর নেন।
ঘটনা সম্বন্ধে পরিবারের লোকেদের ও বিদ্যুৎ দফতরের আধিকারিকদের বিবৃতি ভিন্ন হওয়ায় ঘটনাটি সন্দেহজনক। স্বজনরা জানিয়েছেন, সকালে বাড়ির বাইরে হাঁটছিলেন কাটল মুর্মু। এরপর হঠাৎ বৈদ্যুতিক তার ভেঙে তার ওপর পড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। বিধায়ক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন। বিধায়ক ফোনে বিদ্যুৎ দফতরের ঊর্ধ্বতন আধিকারিকের সঙ্গে কথা বলেন এবং মৃতের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন। এখানে খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার দীপক কুমার গ্রামে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন। দীপক কুমার জানান, কাটল মুর্মু একটি গাছে উঠে লাউডস্পিকারের সঙ্গে সংযোগ স্থাপন করছিলেন। তিনি 11000 বোল্টের তারের উপর বিদ্যুতের তার পার করার চেষ্টা করছিলেন। কোনো কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি পড়ে গিয়ে মারা যান। তিনি বলেন, বিভাগ বর্তমানে ঘটনাটি তদন্ত করছে।

Spread the love