সাংসদের কাছে ফুট ওভার ব্রিজ তৈরির দাবি বিজেপির

সাংসদের কাছে ফুট ওভার ব্রিজ তৈরির দাবি বিজেপির

Dhalbhumgar : বৃহস্পতিবার ধলভূমগড় বিজেপি কর্মীরা এবং বিজেপি মহিলা নেত্রী রত্না মিশ্র জামশেদপুর লোকসভার সাংসদ বিদ্যুৎ বরণ মাহাতোকে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত করেন। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধলভূমগড় রেলস্টেশন থেকে পটনাইকশোল পর্যন্ত রাস্তা, রেলস্টেশনে ফুট ওভার ব্রিজের অভাবে স্কুলের ছেলেমেয়ে ও কলেজ পড়ুয়াদের অনেক অসুবিধায় পড়তে হয়। সব সময়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। ট্রেনের নিচে দিয়েই স্কুলে যেতে হয় শিশুদের। সাংসদকে রেলওয়ে ফুট ওভারব্রিজ নির্মাণের বিষয়ে অবহিত করা হয়। সাংসদ বিদ্যুৎ বরণ মাহতো জানান, ধলভূমগড়ে আউটার টু আউটার রেলওয়ে ফুট ওভার ব্রিজের টেন্ডার হয়ে গেছে এবং খুব শীঘ্রই এর কাজ শুরু হতে চলেছে। শীঘ্রই এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে গ্রামবাসীরা। একইসঙ্গে, গত আড়াই বছর ধরে বন্ধ থাকা সকালের লোকাল টাটা টু হাওড়া ট্রেন চলাচল বন্ধ থাকায় গরিব মানুষ ও সবজি বিক্রেতারা বেশ সমস্যায় পড়েছেন। সেই সঙ্গে ঝাড়গ্রামে মেডিক্যালের ব্যবস্থা নিয়ে সকাল 10 টা পর্যন্ত অপেক্ষা করতে হয় মানুষকে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দরিদ্র মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রত্না মিশ্র, পিন্টু গুপ্তা, পবিত্র মন, গৌর চন্দ্র পাত্র সহ বহু বিজেপি কর্মী।

Spread the love