ঘাটশিলা মহকুমায় শহর থেকে প্রত্যন্ত গ্রামের জনগণ ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধা নিবেদন করেছে

ঘাটশিলা মহকুমায় শহর থেকে প্রত্যন্ত গ্রামের জনগণ ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধা নিবেদন করেছে

Ghatshila : বৃহস্পতিবার, 19 শতকের মহান আদিবাসী লোকনায়ক ও স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডা মৃত্যুবার্ষিকী, যিনি জল-জঙ্গল-জমির অধিকার নিয়ে এবং সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে শহর থেকে গ্রামে পালিত হয়। এই উপলক্ষ্যে অখিল ভারতীয় পূর্ব সৈনিক সেবা পরিষদের ঘাটশিলা ইউনিট ‘ধরতি আবা’ র প্রতিকৃতিতে সামরিক ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ রাজু কর্মকার মুখিয়া নিতাই মুন্ডা, পঞ্চায়েত সমিতি সদস্য বিজয় পান্ডে, অনারারি ক্যাপ্টেন ধনো টুডু, হাবিলদার গণেশ মুর্মু, হাবিলদার কুদাদ, গোর্খা সমিতির সভাপতি প্রকাশ ক্ষেত্রী, ঈশ্বর ক্ষেত্রী, রঞ্জিত দত্ত, যুব সংগঠনের জয় সিং প্রমুখ।
ঘাটশিলা ব্লকের বাঁকি পঞ্চায়েত ভবন কমপ্লেক্সে বিরসা মুণ্ডার শহিদ দিবস পালিত হল। বাঁকির নবনির্বাচিত মুখিয়া ফাগু সোরেনের নেতৃত্বে গ্রামবাসীরা বিরসা মুণ্ডার মূর্তির পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ সদস্য দেবযানী মুর্মু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি সদস্য সুশীলা টুডু। এই উপলক্ষ্যে পঞ্চায়েত সেবক দেবেন মাহতো, পীতাম্বর কিস্কু, বিশু টুডু, সুরজিৎ মানকি, সুনারাম হেমব্রম, ভাগমত হেমব্রম, রাজেশ মানকি, শিমল কিস্কু, ড্যানিয়েল টুডু, লুকাস টুডু, আকাশ মানকি, রামজিৎ মানকি, ভগীরথ মানকি, সোনামুনি মাহতো, চম্পাবতী মাহতো ভানুমতি মাহতো সহ অনেক গ্রামবাসীরা উপস্থিত ছিলেন ।

ধরতি আবা মহান বীর বিরসা মুণ্ডার 122 তম শহীদ দিবসে, মৌভান্ডার কারখানার প্রধান ফটকে অবস্থিত মূর্তিকে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন পূর্ব মুখিয়া দূর্গা মুর্মু, সোনারাম সরেন পঞ্চায়েত সমিতির সদস্য মহম্মদ রফিক আলম, প্রতাপ দাস, সতীশ আসনের, সুভাষ পাতর প্রমুখ।
অন্যদিকে বিরসা মুণ্ডার মৃত্যুবার্ষিকী পালন করেছে মুসাবনি বিজেপি মন্ডল। বিজেপি মুসাবনি মণ্ডলের সাধারণ সম্পাদক বিষ্ণু রজকের নেতৃত্বে, ধরতি আবা ভগবান বিরসা মুণ্ডার মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার পালিত হয়। যেখানে রাহুল নামাতা, আকাশ গিরি, প্রদীপ বিষাই, পোরামা বনরা, সুনীল গাগরাই, সোমা মাহতো, চৌধুরী উমেশ সিং, ভবেশ। পাতর, মন্টু প্রজাপতি, ওম প্রকাশ শর্মা, বাপি দাস, মোহন মুন্ডা সহ বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গালুডিহতে মুক্তিযোদ্ধা বিরসা মুন্ডার 122 তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আপগ্রেডেড মিডল স্কুলে শিশুদের মধ্যে বক্তৃতা, ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সফল শিশুদের পুরস্কৃত করা হয়। অধ্যক্ষ সাজিদ আহমেদ, শিক্ষক বাপি পাল, নিখিল রঞ্জন ধাওয়ারিয়া, অমরজিৎ মাঝি, মাতা সমিতির উপল মুর্মু, অম্বিলা মুর্মু, বাসন্তী মুর্মু, সুখী টুডু, শিশু সংসদের প্রধানমন্ত্রী শোভা বেসরা এবং সমস্ত সদস্য ও ছাত্রছাত্রীরা এতে অংশ নেন।

Spread the love