মাচায় একদিনের পাঁচ কুন্ডিয় গায়ত্রী মহাযজ্ঞের আয়োজন

মাচায় একদিনের পাঁচ কুন্ডিয় গায়ত্রী মহাযজ্ঞের আয়োজন

Patamda: পটমদা ব্লকের বিড়রা পঞ্চায়েতের অন্তর্গত মাচা গ্রামে অবস্থিত শিব মন্দির চত্বরে রবিবার একদিনের পঞ্চ কুণ্ডিয় গায়ত্রী মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষে সকাল ৮টায় ১৫৬ জন কুমারী কন্যা কলস যাত্রা বের করে। কলশ স্থাপনের পরে, স্বরেন বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া গায়ত্রী শক্তিপীঠের সুব্রত মাহাতো এবং টাটানগরের সন্তোষ কুমার মাহাতো, পটমদা থেকে প্রফুল্ল মাহাতো যজ্ঞ করেন। অনুষ্ঠান সফল করতে প্রফুল্ল মাহাতো, বৃন্দাবন মাহাতো, ভরত নামতা, দুর্যোধন সহিস, অমূল্য কিশোর, ছুটুলাল সহিস এবং মাচা-আগুইডাংরা গায়ত্রী পরিবারের অজিত দত্ত প্রশংসনীয় অবদান রাখেন। এ প্রসঙ্গে রিংকু মাহাতো ও প্রফুল্ল মাহাতো জানান, বিশ্ব কল্যাণে প্রথম বছর হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন পটমদা ও বোড়াম ব্লকের বিভিন্ন গ্রামের শতাধিক গায়ত্রী পরিবারের সদস্যরা। এসময় হাজার হাজার মানুষের মাঝে খিচড়ি ভোগ বিতরণ করা হয়।

Spread the love