যোগ্য ব্যক্তিকে স্থান দিয়ে উন্নত সমাজ গড়ুন: বীরেন্দ্র নন্দী

যোগ্য ব্যক্তিকে স্থান দিয়ে উন্নত সমাজ গড়ুন: বীরেন্দ্র নন্দী

বারদুয়ারীতে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন

Jamshedpur: রাজ্য কাম কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন কর্মসূচি শনিবার সুবর্ণ বণিক সমাজের বারদ্বারীতে অবস্থিত কমিউনিটি বিল্ডিংয়ে প্রাক্তন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাম পৃষ্ঠপোষক বীরেন্দ্র নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই সময় ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা থেকে সমাজের প্রবীণ সদস্য এবং বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। সমাজের প্রধান পৃষ্ঠপোষক বীরেন্দ্র নন্দী বলেন, সমাজে যোগ্য ব্যক্তিকে যথাযথ স্থান দিয়ে উন্নত ও সুস্থ সমাজ গড়ে তুলুন। শ্রী নন্দী বলেন, সংগঠনে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনতে হবে, তবেই সমাজ সুচারুভাবে চলতে পারবে। কেন্দ্রীয় সভাপতি বিশ্বনাথ চন্দ্র বলেন, কারো যদি সমাজের প্রতি ভালোবাসা থাকে তাহলে নিজেকে সমাজের জন্য সমর্থন করুন। রামগড় থেকে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পঞ্চম পোদ্দার, সুধীর চন্দ্র পোদ্দার, গৌতম চন্দ্র, বাপি পোদ্দার, সঞ্জয় পোদ্দার, মহাবীর পোদ্দার, দীপক দত্ত, রবি মাঝি ও রবীন্দ্রনাথ দে প্রমুখ। সমাজের পরবর্তী সম্মেলন রামগড়ের গোলায় করার সিদ্ধান্ত হয়। এসময় উপস্থিত ছিলেন নিতাই দত্ত, শংকর দত্ত, অমর চন্দ্র, সঞ্জয় দত্ত, ধনু চন্দ্র, গোপাল দত্ত, সতীশ দে, সঞ্জয় পোদ্দার, নারায়ণ পোদ্দার, নির্মল চন্দ্র, অনিল মাঝি, বিনোদ মাঝি, মৌসুমী সিং ও রাজেশ পোদ্দার প্রমুখ। এসময় জেলা ও বিভিন্ন শাখার সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Spread the love