রাওতাড়ায় 50 টি হ্যান্ডপাম্প ও জলমিনার ক্ষতিগ্রস্ত

Dhalbhumgarh : রাওতাড়া পঞ্চায়েতের সমস্ত গ্রামে, হ্যান্ডপাম্প এবং জলমিনার গুলি শুধুমাত্র সৌন্দর্যের বস্তু হয়ে উঠেছে। হ্যান্ডপাম্প এবং জলমিনার গুলি দীর্ঘ কয়েক বছর ধরে ক্ষতিগ্ৰস্ত অবস্থায় পদে আছে।রাওতাড়া পঞ্চায়েত ধলভূমগড় ব্লকের শেষ প্রান্তে পাহাড়ের পাদদেশে অবস্থিত। নদী-নালার জল পান করে জীবিকা নির্বাহ করছেন অনেক গ্রামের গ্রামবাসীরা। নির্বাচনে জেতার পর পঞ্চায়েতের মুখিয়া অর্জুন মান্ডি পঞ্চায়েত এলাকার নিশ্চিন্তপুর, দুধপুসি, বাবাইদা, বাসাঘর, পলাশবনি, নুয়াগ্রাম, রাওতাড়ার বিভিন্ন টোলা ও সবর বস্তি পরিদর্শন করে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য একটি তালিকা তৈরি করেছেন। মুখিয়া অর্জুন মান্ডি জানান, 50 টি জলমিনার ও হ্যান্ডপাম্প একসঙ্গে খারাপ হয়ে পড়ে রয়েছে। এটা চিন্তার বিষয়। তিনি জানান, জলমিনার ও হ্যান্ডপাম্প মেরামতের দাবি নিয়ে পার্ষদ হেমন্ত মুন্ডা ও ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে দাবিপত্র জমা দেবেন তিনি।

Spread the love