হরিন্দুকড়ি-সোনাখুন সড়কে স্পিড ব্রেকার না থাকায় ঘটছে দুর্ঘটনা

হরিন্দুকড়ি-সোনাখুন সড়কে স্পিড ব্রেকার না থাকায় ঘটছে দুর্ঘটনা

2022 সালে এ পর্যন্ত 20টি সড়ক দুর্ঘটনা ঘটেছে

Dhalbhumgarh: বৃহস্পতিবার দুপুরে সোনাখুন সড়কের হরিন্দুকড়ির দিল্লি গেটের কাছে মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন বগুলা গ্রামের সপন মুন্ডা নামে এক সাইকেল আরোহী। ঘটনার খবর পেয়ে হরিন্দুকড়ির গ্রামপ্রধান মঙ্গল মানকি সহ গ্রামবাসী ফোনে অ্যাম্বুলেন্স ডাকেন। অ্যাম্বুলেন্স আসার আগেই গ্রামবাসী টেম্পুতে বসে মহকুমা হাসপাতালে পাঠায়। হরিন্দুকড়ি-সোনাখুন প্রধান সড়কের মাঝখানে স্পিড ব্রেকার না থাকায় 2022 সালে এ পর্যন্ত 20টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। অনেকে গুরুতর আহতও হয়েছেন। এই রাস্তার পাশে দিল্লি গেট, রঘুনাথডিহ, তেতুলডাঙা সহ কয়েক ডজন গ্রাম বসতি রয়েছে। ওই সড়ক থেকে প্রতিদিনই ঘাটশিলায় লোকজন আসা-যাওয়া করে। স্পীড ব্রেকার বসানোর জন্য গ্রামবাসী একাধিকবার সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রশাসনের কাছে দাবি জানালেও এখন পর্যন্ত এ কাজ হয়নি। এ ব্যাপারে গ্রামপ্রধান মঙ্গল মানকি, দীপু অধিকারী, দেবাশীষ মান্না প্রমুখ গ্রামবাসী জানান, হরিন্দুকড়ি থেকে সোনাখুনের মধ্যে 2-3টি স্পিড ব্রেকার বসানো প্রয়োজন। এ ব্যাপারে প্রশাসনকে উদ্যোগী হতে হবে।

Spread the love