বিকাশ মুখার্জি ঝাড়খণ্ড বঙ্গভাষী সমন্বয় সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন


বিকাশ মুখার্জি ঝাড়খণ্ড বঙ্গভাষী সমন্বয় সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন

Jamshedpur: ঝাড়খণ্ড বঙ্গভাষী সমন্বয় সমিতির 12 তম বার্ষিক সাধারণ সভা এবং তার পরে সাধারণ নির্বাচনের অধিবেশন 2022-23 রবিবার শেষ হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বিকাশ মুখার্জি। মোট 25 জন সদস্য মনোনয়নপত্র জমা দেন এবং সর্বসম্মতিক্রমে মাত্র 25 জন নির্বাচিত হন। সৌম্য সেন ও ইন্দ্রনীল ঘোষালকে নিয়ে নির্বাচন কমিটি ছিল। সৌম্য সেন 25 সদস্যের সবাইকে বিজয়ী ঘোষণা করেন। বিকাশ মুখার্জি ছাড়াও বিশ্বজিৎ মণ্ডল, সন্দীপ সিংহ চৌধুরী, নেপাল দাস, বাবুলাল চক্রবর্তী, প্রণব মজুমদার, রীনা ঘটক, অরূপ কুমার চৌধুরী, ছায়া কান্ত গরাই, গণেশ প্রসাদ দাস, ডাঃ চন্দনা তিওয়ারি, রঞ্জিত কুমার মিত্র, উদয় সোম, সুজাতা বিশ্বাস, রবীন্দ্র নাথ দাস, দিলীপ কুমার মাহাতো, প্রসেনজিৎ বড়ুয়া, রাজা চক্রবর্তী, অশোক বড়ুয়া, ধনঞ্জয় দাস, বাণী প্রসাদ মুখার্জি, বিমল হালদার, সাধুচরণ মাহাতো, সুজিত গুপ্ত। কার্যনির্বাহী কমিটিতে মোট 30 জন সদস্য থাকবেন। 6 জন সদস্যকে সহযোগিতা করা হবে। আগামী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। পটমদা, বোড়াম, কমলপুর ও নিমডিহ থেকে সদস্যরা এসেছেন। স্বাগত বক্তব্য রাখেন বিকাশ মুখার্জি। সচিবের প্রতিবেদন উপস্থাপন করেন সচিব সন্দীপ সিনহা চৌধুরী এবং কোষাধ্যক্ষ প্রণব কুমার মজুমদার আয়-ব্যয়ের প্রতিবেদন সবার সামনে তুলে ধরেন। উভয় প্রতিবেদন সর্বসম্মতিক্রমে পাস হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্বজিৎ মন্ডল। উপস্থিত ছিলেন সত্য নারায়ণ গরাই, পূরবী ঘোষ, প্রদ্যুত পটুয়ারি, প্রবীর দাস, অনুপম ভূঁইয়া, তাপস পাল, বিমল হালদার, সুব্রত দাস, সত্যজিৎ দে সহ অন্যান্য সদস্যরা। দুপুরের খাবারের পর অনুষ্ঠান শেষ হয়।

Spread the love