শ্রাবনের প্রথম সোমবার জলাভিষেক করলেন ভক্তরা, মন্দিরগুলিতে ‘বোল-বম’ জয়ধ্বনি

শ্রাবনের প্রথম সোমবার জলাভিষেক করলেন ভক্তরা, মন্দিরগুলিতে ‘বোল-বম’ জয়ধ্বনি

Patamda : বাংলা শ্রাবন মাসের প্রথম সোমবার পটমদা, বোড়াম ও কমলপুর থানা এলাকার বিভিন্ন শিবমন্দিরগুলিতে ভক্তরা সকাল থেকেই বিভিন্ন জলাশয় থেকে জল তুলে বাবা ভোলেনাথের জলাভিষেক করে নিজের ও পরিবারের সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। পটমদা থানা এলাকার শক্তিশ্বর শিব মন্দির জোড়সা, চুড়দা-বাঁশগড়, লছিপুর, ঝুঁঝকা, লাওয়া, ব্লক কলোনি, কুলট্যান্ড পঞ্চমুখী শিব মন্দির, কমলপুরের কাটিন বাজার, বনকুঞ্চিয়া, কুমির, কাশমার, দাঁদুডিহ এবং বোড়াম থানার দলমা বুঢ়া বাবা শিব মন্দির, লায়লাম, কুইয়ানী, গেড়ুয়া, পখোরিয়া সহ আরও অনেক শিবমন্দিরগুলিতে মহিলা ও পুরুষ ভক্তরা সকাল থেকেই বাবা ভোলেনাথের জলাভিষেক করতে থাকেন। এসময় পুরো এলাকা ‘বোল-বম’ জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। জামশেদপুর থেকে আগত পুরোহিতরা কুলটান্ডের শিব মন্দিরে রুদ্রাভিষেক করেন এবং ভক্তরা জলাভিষেক করার সময় বাবা ভোলেনাথের পূজা করেন। এসময় ভক্তদের মাঝে খিচুড়ি ভোগ বিতরণ করা হয়। কুলটান্ডের শিব মন্দিরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনাথ সিং, শরৎ সিং সর্দার, ভৃগুরাম দাস, বিষ্ণু সিং, ঝর্ণা প্রামাণিক, রাজীব নন্দন সিং, নীলু সিং, গুরুপদ সিং প্রমুখ।

Spread the love