লুগু মুর্মু রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল ভাটিনে খাতা, পেন্সিল বিতরণ

লুগু মুর্মু রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল ভাটিনে খাতা, পেন্সিল বিতরণ

Jadugora : ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কেন্দ্রীয় সদস্য মহাবীর মুর্মু, বুধবার, পোটকা ব্লকের জাদুগোড়া থানার অন্তর্গত ভাটিন পঞ্চায়েতের ভাটিন গ্রামে ঝাড়খণ্ড আন্দোলনকারী নেতা প্রয়াত লুগু মুর্মুর নামে আবাসিক পাবলিক স্কুলে, প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রদের মধ্যে খাতা, পেন্সিল, বিতরণ করেন। এ উপলক্ষে শিশুদের উদ্বুদ্ধ করতে গিয়ে মহাবীর মুর্মু বলেন, যে পড়ে, সেই জীবনে উন্নতি করে। তাই মানুষের জীবনে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তিনি সমস্ত শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়ে বলেন যে ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন শিক্ষিত ছেলেমেয়েদের বিদেশে পড়াশোনা করার জন্য অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন। সেই সাথে রাষ্ট্রের সকল মানুষকে এসবের সদ্ব্যবহার করে লেখা-পড়ার মাধ্যমে রাষ্ট্র ও দেশের নাম উজ্জ্বল করতে হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দোলনকারী নেতার স্ত্রী সুকুরমণি মুর্মু, মেয়ে সারো মুর্মু, সমস্ত শিক্ষকগণ, মটকু পঞ্চায়েতের প্রাক্তন মুখিয়া বিল্টু হাঁসদা, যুব নেতা দুর্গা প্রসাদ হাঁসদা, ডোমজুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য জালিম মার্ডি, যুব নেতা প্রভাত মাঝি, সুনীল মুর্মু, রাহুল সোরেন, মনোজ তাঁতি, বলজিৎ সিং, হেমাল সোরেন, মহেশ্বর সর্দার, রঞ্জিত সিং প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the love