অল ইন্ডিয়া সারনা ধর্ম চেমেত আসড়া শাখার প্রতিষ্ঠা দিবস উদযাপন

অল ইন্ডিয়া সারনা ধর্ম চেমেত আসড়া শাখার প্রতিষ্ঠা দিবস উদযাপন

Dhalbhumgarh : অল ইন্ডিয়া সারনা ধর্ম চেমেত আসড়া কান্দ্রাপাড়া শাখা অফিসের প্রতিষ্ঠা দিবস পালিত হল। নায়েকে বাবা সহ শাখা অধ্যক্ষ দুখী রাম মার্ডি পূজার মাধ্যমে এবং ধর্মগুরু বাবা বানাউ মুর্মু এবং পন্ডিত রঘুনাথ মুর্মুর ছবিতে মালা দিয়ে অনুষ্ঠান শুরু করেন।
অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামসুন্দরপুর ঠাকুরবাড়ির ঘাট পরগনা বাবা পূর্ণ চন্দ্র হেমব্রম ও বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত ছিলেন পার্ষদ হেমন্ত মুন্ডা। প্রধান অতিথি পূর্ণ চন্দ্র হেমব্রম বলেন, আদিবাসী সমাজ প্রকৃতি পূজারী, অন্যান্য সমাজ থেকে খুব আলাদা। তাই আদিবাসীদের ধর্মও আলাদা। তিনি পরগনা বাবা, আদিবাসী সমাজের নেতা মাঝি বাবাকে সমাজ রক্ষায় এগিয়ে আসার আবেদন জানান। বিশেষ অতিথি পার্ষদ বলেন, এলাকার মানুষ মাদক মুক্ত হচ্ছে এবং নেশা থেকে দূরে সাড়ে গিয়ে সুস্থ সমাজের দিকে একধাপ এগিয়ে যাচ্ছে। এই অনুষ্ঠানে নুতনগড় পঞ্চায়েতের মুখিয়া পায়ো হেমব্রম, ওয়ার্ড সদস্য বিক্রম মুর্মু প্রমুখও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পার্ষদ হেমন্ত মুন্ডাকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানটির আয়োজনে শাখা সচিব দশমথ হাঁসদা, মঙ্গল হেমব্রম, শ্যাম হেমব্রম, কারু মার্ডি, ললিতা মান্ডি, নিতাই মুর্মু, চিতা মান্ডি, আরসু মুর্মুদের প্রশংসনীয় অবদান ছিল।

Spread the love