মানগো ও ডিমনা এলাকায় অবৈধ অতিক্রমণ মুক্ত করানোর অভিযান

– নগর নিগম টিম জরিমানাও আদায় করেছে।
– অতিক্রমণের ফলে রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় জ্যাম হচ্ছিল।

Jamshedpur : মঙ্গলবার মানগো নগর নিগমের পক্ষ থেকে মানগো ও ডিমনা চক এলাকায় অতিক্রমণ মুক্ত করার অভিযান চালানো হয়। নির্বাহী কর্মকর্তা দীপক সহায়ের নেতৃত্বে দোকান, প্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করে তাদের কাছ থেকে জরিমানা আদায় করে। এর আগে কর্পোরেশনের পক্ষ থেকে মাইকিং করে অতিক্রমণকারীদের সতর্ক করা হচ্ছিল। মানগো ও ডিমনা চক এলাকায় অনেক দোকানদার রাস্তা, চত্বর-মোড় দখল করে রেখেছে। রাস্তার পাশে জিনিসপত্র রেখে ব্যবসা করছিলেন তারা। এতে সড়ক সংকীর্ণ হয়ে পড়েছে এবং জনসাধারণকে অসুবিধায় পড়তে হচ্ছে। নির্বাহী কর্মকর্তা প্রথমে দোকানদারকে সতর্ক করে জিনিসপত্র সরিয়ে নিতে দিলেও অনেক দোকানদার তাদের সামান না সরালে কর্পোরেশনের টীম তাদের কাছ থেকে জরিমানা আদায় করে। এসময় দোকানদারদের কাছ থেকে প্রায় দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কর্পোরেশন টিম বেশিরভাগ দোকানদারকে সতর্ক করে ছেড়ে দেয়। প্রধান সড়ক অতিক্রমণনা করে ব্যবসা করতে মাইকিং করে কড়া হুঁশিয়ারি দেন নির্বাহী কর্মকর্তা। যেসব দোকানদারকে সতর্ক করা হয়েছে তারা যদি আবার রাস্তায় সমান রেখে রাস্তা জ্যাম করে তাহলে তাদের জরিমানা করা হবে। রাস্তা সংকীর্ণ হওয়াতে মোড়ে সব সময় যানজট লেগেই থাকে। প্রতিদিনই দখল উচ্ছেদে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন নির্বাহী কর্মকর্তা। এই অভিযানে অংশ নেন সিটি ম্যানেজার নিশান্ত কুমার, দিনেশ্বর যাদব, জিতেন্দ্র কুমার, কুমার অংশুমান, রাজেশ কুমার, সুকুমার প্রমুখ।

Spread the love