অমৃত সরোবর যোজনার আওতায় তৈরি হোক পুকুর : সাংসদ

অমৃত সরোবর যোজনার আওতায় তৈরি হোক পুকুর : সাংসদ

Ghatshila: ধলভূমগড় ব্লকের অডিটোরিয়ামে শুক্রবার অমৃত মহোৎসব সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা সম্বন্ধে জানান সাংসদ বিদ্যুৎ বরণ মাহাতো। অনুষ্ঠানে বলা হয় যে অমৃত সরোবর যোজনার আওতায় সর্বাধিক পুকুর তৈরি করতে হবে। এর পরে সাংসদ বিডিও সবিতা টপনা এবং এনইপি ডিরেক্টর জ্যোৎস্না সিংয়ের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের তথ্যও নেন। সভায় উপপ্রধান শুকরা মুন্ডা, মুখিয়া বিলাসী সিং, পসস প্রদীপ কুমার রায় সহ বহু জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিমানবন্দর নির্মাণ নিয়ে আলোচনা

সাংসদ বিদ্যুৎ বরণ মাহতো পার্ষদ হেমন্ত মুন্ডা, উপপ্রধান শুকরা মুন্ডা, পসস প্রদীপ কুমার রায় প্রমুখ জনপ্রতিনিধিদের সাথে বিমানবন্দর নির্মাণের বিষয়ে আলোচনা করেন। পার্ষদ ও উপপ্রধান সাংসদকে জানান, যেদিন ব্লক প্রশাসন গ্রামসভার আয়োজন করবে সেই দিন পঞ্চায়েত প্রতিনিধিদের পাশাপাশি সাংসদ ও বিধায়কদের উপস্থিতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংসদ ও বিধায়কের সামনে গ্রামসভা আয়োজিত করে সমস্যার সমাধান করা হবে। বহুবার ব্লকের প্রশাসনিক আধিকারিক ও পঞ্চায়েত প্রতিনিধিরা দেবশোল ও রুয়াশোল গ্রামবাসীদের কাছে বিমানবন্দর নির্মাণে ইতিবাচক উদ্যোগ নিয়েছেন ।

Spread the love