মুড়াকাটিতে নাবালিকার আত্মহত্যার চেষ্টা, তদন্ত চলছে

Dhalbhumgarh : ব্লক এলাকায় কমবয়সী ছেলে-মেয়েদের প্রেম সংক্রান্ত ঘটনা ক্রমাগত বাড়ছে। নাবালিকা মেয়েকে নিয়ে পালাবার অভিযোগে বহু অভিযুক্ত জেলে সাজা ভোগ করার পরেও ব্লক এলাকায় এমন ঘটনা ঘটে চলেছে। এই ধরনের ঘটনা বাঁধের জন্য চাইল্ড লাইনের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। নুতনগড় পঞ্চায়েতের মুড়াকাটি গ্রামে দুদিন আগে নাবালক মামলা নিয়ে গ্রামপ্রধান প্রণব মাহতোর সভাপতিত্বে একটি গ্রামসভা অনুষ্ঠিত হয়েছিল। গ্রামসভার দ্বিতীয় দিনে বাড়িতে রাখা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে এক নাবালিকা। পরিবারের লোকজন তাড়াহুড়ো করে তাকে সিএইচসি নিয়ে আসেন। সেখান থেকে তাকে এমজিএম হাসপাতালে রেফার করা হয়। তথ্যমতে, এমজিএমের পরিবর্তে বহিরাগত নার্সিং হোমে চিকিৎসা শেষে সোমবার দুপুরে তাকে বাড়িতে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। এই বিষয়ে ধলভূমগড় থানার ইনচার্জ অবনীশ কুমার এবং চাইল্ড লাইনের ব্লক কো-অর্ডিনেটর রাকেশ মিশ্র নাবালিকা এবং তার বাবা-মায়ের কাছ থেকে মামলার তদন্ত ও তথ্য নেওয়ার প্রস্তুতি শুরু করেছেন। গ্রামপ্রধান প্রণব মাহতো জানান, একই গ্রামের এক ছেলের সঙ্গে মুড়াকাটি গ্রামের ষোল বছরের এক নাবালিকা মেয়ের প্রেমের কথা ওই নাবালিকা ও তার বাবা জানিয়েছেন। মেয়েটির বাবা-মা অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছিল। এ নিয়ে একটি গ্রামসভাও অনুষ্ঠিত হয়। মেয়েটি নাবালিকা হওয়ায় গ্রামসভা বিয়ে দিতে অস্বীকার করে। তিনি বলেন, এরপর এ ধরনের বিষয়ে কোনো গ্রামসভা হবে না।

Spread the love