বিমানবন্দর নির্মাণের প্রতিবাদে রুয়াসোলের গ্রামবাসীরা সাংসদ ও আদিবাসী মহাসভার সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেছে।

বিমানবন্দর নির্মাণের প্রতিবাদে রুয়াসোলের গ্রামবাসীরা সাংসদ ও আদিবাসী মহাসভার সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেছে।

Ghatshila: ধলভূমগড়ে বিমানবন্দর নির্মাণের প্রস্তুতি নিয়ে প্রশাসনিক আধিকারিক এবং সাংসদ বিদ্যুৎ বরণ মাহাতোর দৌড়াদৌড়ি, অন্যদিকে দেবসোল এবং রুয়াসোলের গ্রামবাসীরা বিমানবন্দর নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। প্রায় 3 বছর ধরে ভূমি পূজা করার পরও বিমানবন্দর নির্মাণের রাস্তা পরিষ্কার না হওয়ায় জেলায় আলোচনার বিষয়। রবিবার রুয়াসোলের গ্রাম প্রধান লক্ষন হেমব্রমের সভাপতিত্বে গ্রামের নারী-পুরুষরা আপগ্রেড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সভা করে বিমানবন্দর নির্মাণের ফলে গ্রামের উন্নয়ন হবে না বলে আলোচনা করেন। এতে মাফিয়াদের আধিপত্য তো থাকবেই, সেই সঙ্গে প্রতারিত হবে গ্রামবাসী। গ্রামসভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে আমরা আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য এক ইঞ্চি জমি দেব না। বিমানবন্দর নির্মাণের প্রস্তাব প্রত্যাখ্যান করে সাংসদ বিদ্যুৎ বরণ মাহাতো এবং আদিবাসী মহাসভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষ্ণ হাঁসদার কুশপুত্তলিকা পোড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রামীণ সাংসদ ও আদিবাসী মহাসভার সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা নিয়ে গ্রামে গিয়ে এমপির বিরুদ্ধে স্লোগান তুলে নরসিংহগড় রাওতাড়া প্রধান সড়কের কাছে কুশপুত্তলিকা দাহ করা হয় এবং স্লোগান দেয়। কুশপুত্তলিকা পোড়ানোর সময় গ্রামবাসী জানান, বিমানবন্দরের নির্মাণ কাজ এখনও শুরু হয়নি এবং এলাকায় একটি বিমানবন্দর কলোনি তৈরি হয়েছে। গ্রামবাসীরা এক কণ্ঠে বলেন, যে কোনো পরিকল্পনা যখন গ্রামসভার মাধ্যমে বাছাই করে নেওয়া হয়, তখন তা এত বড় পরিকল্পনা, গ্রামের মানুষ যখন এর বিরোধিতা করে তখন জেলা প্রশাসন কেন তাতে হাওয়া দিচ্ছে, এটা তো বাইরের কথা। অনুধাবন গ্রামবাসীরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, গ্রামে একটি গ্রামসভা করে গ্রামবাসীর মতামত অনুযায়ী বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।

Spread the love