কর্মসংস্থানের দাবিতে সুরদা মাইন্সে কাজ বন্ধ করল শ্রমিকরা

Musabani : হিন্দুস্তান কপার লিমিটেডের সুরদা কপার মাইন্সে প্রায় 27 মাস পর বিভিন্ন বাধা অতিক্রম করে কাজ শুরু হয়েছে। কিন্তু এখনো সমস্যা শেষ হয়নি। এই খনিতে প্রায় 950 জন শ্রমিক কাজ করেন। যার মধ্যে এইচসিএল আইসিসির ঠিকাদারি প্রতিষ্ঠান এমএমপিএল তাদের সুবিধা অনুযায়ী প্রথম পর্যায়ে প্রায় 500 জন শ্রমিক নিয়োগ করেছে। কিন্তু 27 মাস অপেক্ষার পরও খনি চালু হলেও অপেক্ষার পরও প্রায় 400 জন শ্রমিককে কাজে না ডাকায় তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তারই পরিপ্রেক্ষিতে কর্মসংস্থানের দাবিতে সোমবার সকালের প্রথম শিফট থেকেই সুরদা মাইন্সের গেট জ্যাম করে কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকরা বলেন, আমাদের সবার অনাহার থাকার পরিস্থিতি তৈরি হয়েছে, বাড়ির বৃদ্ধ লোকজনদের চিকিৎসা বন্ধ হয়ে পড়েছে, ছেলেমেয়েদের পড়ালেখা ব্যাহত হচ্ছে, সংসারের খরচ চালানো আর সম্ভব হচ্ছে না। এতদিন অপেক্ষার পর যখন সুরদা মাইন্সে আবার কাজ শুরু হয়েছে, তখন কেন আমাদের সব স্থায়ী শ্রমিকদের কাজে নেওয়া হচ্ছে না ? এটা আমাদের প্রতি অবিচার, এখন আমরা এই অন্যায় সহ্য করব না। শ্রমিকরা জানান, এই বন্ধ অনির্দিষ্টকালের জন্য, চাকরিতে নিয়ে কাজে ফেরত না ডাকা পর্যন্ত আমরা এই গেট থেকে নড়ব না। জানা যাচ্ছে বন্ধের জন্য দ্বিতীয় শিফটের শ্রমিকরাও কাজে যেতে পারেননি। আন্দোলনরত শ্রমিকরা দুটি গেটেই বন্ধ করে দাঁড়িয়ে রয়েছেন। এইচসিএল বা এমএমপিএল ব্যবস্থাপনা তাদের সঙ্গে কথা বলার কোনো উদ্যোগ নেয়নি। দুপুর 1 টার দিকে কোম্পানি ম্যানেজমেন্ট মাইন্সের গেটে স্বাক্ষর ছাড়াই সাদা কাগজে নো ওয়ার্ক নো পে লিখে তা আটকে দেয়। এতে শ্রমিকরা আরও ক্ষুব্ধ হয়ে উঠে।

Spread the love