শ্রাবনের তৃতীয় সোমবার পটমদার বিভিন্ন মন্দিরে ভক্তদের সমাগম

শ্রাবনের তৃতীয় সোমবার পটমদার বিভিন্ন মন্দিরে ভক্তদের সমাগম

– শিবমন্দিরে হর হর মহাদেব ও বোল-বম স্লোগান ভেসে ওঠে

Patamda : বাংলা শ্রাবন মাসের তৃতীয় সোমবার পটমদা, বোড়াম ও কমলপুর থানা এলাকার বিভিন্ন শিবমন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। সকাল থেকেই বিভিন্ন জলাশয় থেকে জল ভরে ভক্তরা শিবলিঙ্গে জলাভিষেক করেন এবং মনস্কামনা পূরণে ব্রত প্রার্থনা করেন। শক্তিশ্বর শিব মন্দির জোড়সা, চূড়দা – বাঁশগড়, লছিপুর, ঝুঁঝকা, লাওয়া, ব্লক কলোনি, কুলট্যান্ড পঞ্চমুখী শিব মন্দির, কমলপুরের কাটিন লালডুংরি, বনকুঞ্চিয়া, কুমির, কাশমার, দাঁদুডিহ এবং দলমা বুঢ়া বাবা শিব মন্দির, লাওজোড়া, লাইলম, কুইয়ানী, গেড়ুয়া, পোখরিয়া ও চামটা সহ আরও অনেক শিবমন্দিরে মহিলা ও পুরুষ ভক্তরা সকাল থেকেই সারিবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে জল নিবেদন করেন। এ সময় হর হর মহাদেব ও বোল -বম স্লোগানে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। জামশেদপুরের ভক্তরা কুলট্যান্ড পঞ্চমুখী শিব মন্দিরে রুদ্রাভিষেক করেন। এখানে সন্ধ্যা পর্যন্ত মন্দির কমিটির পক্ষ থেকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনাথ সিং, শরৎ সিং সর্দার, ভরত সাহু, মুরারি কুমার, লাভলী কুমারী, চন্দন সিং, কৃষ্ণপদ সিং, ভৃগুরাম দাস, বিষ্ণু সিং ও গুরুপদ সিং।

Spread the love