কলশ স্থাপন ও বিষ্ণু প্রীতি যজ্ঞের মাধ্যমে ধোবনীতে হরি মন্দির পুনঃপ্রতিষ্ঠিত হয়

কলশ স্থাপন ও বিষ্ণু প্রীতি যজ্ঞের মাধ্যমে ধোবনীতে হরি মন্দির পুনঃপ্রতিষ্ঠিত হয়

Patamda: বোড়াম ব্লকের কুইয়ানি পঞ্চায়েতের অধীনে দলমার পাদদেশে অবস্থিত একটি আদিবাসী অধ্যুষিত গ্রাম ধোবনিতে সোমবার 30 বছরের পুরনো একটি হরি মন্দির পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। গ্রামের মহিলা সমূহের নেতৃত্বে 108 জন কুমারী মেয়ে গ্রামের তালা বাঁধ থেকে কলস যাত্রা বের করে মন্দিরে কলস প্রতিষ্ঠা করেন। এ সময় পুরোহিতরা ঘণ্টাব্যাপী বিষ্ণু প্রীতি হোম (যজ্ঞ) করার পর দুই ঘণ্টা হরিনাম সংকীর্তনের আয়োজন করেন। এরপর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এই ধর্মীয় আচার-অনুষ্ঠানে গ্রামের মেয়ে ও মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো এলাকার পরিবেশ হয়ে ওঠে ভক্তিমূলক। অনুষ্ঠান সফল করতে উপস্থিত ছিলেন পানাস শকুন্তলা সিং, রাসমণি সিং, পার্বতী সিং, প্রমিলা সিং, ফুলচাঁদ সিং, গঙ্গাধর সিং ও সারথি হাঁসদা। যেখানে পুরোহিত হিসেবে উপস্থিত ছিলেন রাজকিশোর মুখার্জি ও শান্তনু মুখার্জি। অনুষ্ঠানে, যুগসালাই বিধায়ক মঙ্গল কালিন্দীর নির্দেশে, জেএমএম-এর ব্লক সভাপতি শ্যামাপদ মাহতো এবং সেক্রেটারি ছুটুলাল হাঁসদা এসে প্রসাদ গ্রহণ করেন এবং আর্থিক সহায়তাও করেন।

Spread the love