যামিনী কান্ত বিএড কলেজে উদযাপিত হল 10 তম প্রতিষ্ঠা দিবস

ঘাটশিলা: বুধবার যামিনী কান্ত বিএড কলেজে এক সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে দশম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। প্রয়াত সচিব সহ-প্রতিষ্ঠাতা ডঃ যামিনী কান্ত মাহাতোর প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সচিব নারায়ণ প্রসাদ এবং প্রতিষ্ঠাতা সদস্য ড. পুনম কুমারী (অধ্যক্ষ), ড. আশা ভার্মা, বিশ্বজিৎ মাহাতো, লোকনাথ মাহাতো, উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ জয়িকা মাহতো। প্রদীপ প্রজ্জ্বলন করেন অতিথিরা। ডাঃ পুনম কুমারী অতিথিদের স্বাগত জানান এবং তার বক্তব্যে তিনি ডঃ যামিনী কান্ত মাহাতোর অবদানের উপর জোর দেন এবং সকল প্রতিষ্ঠাতা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই অনুষ্ঠানে প্রিন্সিপাল ডঃ পুনম কুমারী তার দশ বছরের অভিজ্ঞতা সবার মাঝে শেয়ার করেন এবং ডঃ যামিনী কান্ত মাহাতোকে শ্রদ্ধা জানান। ডক্টর আশা ভার্মা তার দশ বছরের অভিজ্ঞতাও শেয়ার করেছেন। অনুষ্ঠানে বিএড ও ডিএলএডের প্রশিক্ষণার্থীরা বর্ণাঢ্য অনুষ্ঠান পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন শুভম, জগদীশ, রশ্মি, সুজাতা। ঝাড়খণ্ডের সংস্কৃতি সম্পর্কিত লোকনৃত্য পরিবেশিত হয়। সেক্রেটারি নারায়ণ প্রসাদ প্রতিষ্ঠা দিবসে সমস্ত প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা পাঠিয়েছেন এবং তাদের লক্ষ্যের প্রতি সৎ থাকার আবেদন জানিয়েছেন। অনুষ্ঠানে সকল প্রতিষ্ঠাতা সদস্যদের উপহার প্রদান করা হয়। প্রফেসর জিতিকা সকল প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে মঞ্চ সঞ্চালনা করেন অধ্যাপক তারা মাহাতো এবং ধন্যবাদ জ্ঞাপন করেন শ্যামলী দত্ত। ডিএলইডির বিভাগীয় প্রধান অধ্যাপক নন্দন দাস, ডাঃ কল্যাণী কবিরও সবাইকে অভিনন্দন জানান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্বেতা, বিকাশ, প্রদীপ, তারিক উসমান প্রমুখ।

Spread the love