হাতির পাল নষ্ট করল টমেটো ও আলু সহ 40 কুইন্টাল ফসল

গালুডি: বাঘুড়িয়া পঞ্চায়েতের তেতুলডাঙ্গা, হলুদবনি ও গুড়াঝোর গ্রামে বুধবার রাতে সবজির ফসল মাড়িয়ে নষ্ট করল হাতির পাল। লাউ, টমেটো, বাঁধাকপি, মটরশুটির ফসল তৈরি ছিল। বাজি ফাটিয়ে এবং ঢাক ঢোল বাজিয়ে গ্রামবাসীরা হাতি তাড়ানোর চেষ্টা করেন। গ্রামবাসীরা জানান, ১২টি হাতির পাল গুড়াঝোর হয়ে সুখনা পাহাড়ে পৌঁছেছে। এই সময়ে, গুড়াঝোরর বিবেকানন্দ সিং, সুরেশ সিং এবং অজিত সিং সহ অন্যান্য কৃষকের প্রায় 35-40 কুইন্টাল আলু খেয়ে ফেলেছে হাতিরা। এরপর কিছু হাতি হলুদবনির কৃষক সঞ্জয় টুডুর ক্ষেত মাড়িয়ে পাম্প মেশিনের পাইপ নষ্ট করে দেয়। মাঠের পাশের কুঁড়েঘর ভেঙে ফেলে।

সঞ্জয় টুডু বলেন, এখানে কখনো হাতি আসত না, হাতিরা অনেক ক্ষতি করেছে। বৃহস্পতিবার হাতিগুলিকে দেখতে ও তাড়াতে ভিড় জমায় লোকজন। সবাই চেষ্টা করছিল হাতিগুলো যেন গ্রামের দিকে না গিয়ে বনের দিকে যায়। এখানে রাত ১০টার দিকে বন বিভাগের দল তেতুলডাঙ্গায় পৌঁছায় এবং অনেক চেষ্টার পর হাতিগুলোকে বনের দিকে তাড়ানো হয়।

Spread the love