শালবনী বিএড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন বিধায়ক মঙ্গল ও রামদাস

পটমদা : শনিবার জুগসালাইয়ের বিধায়ক এবং ঝাড়খণ্ড বিধানসভার শাসক দলের সচেতক, মঙ্গল কালিন্দী যামিনী কান্ত বিএড কলেজ, শালবনী, ঘাটশিলায় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি রূপে অংশ নিয়েছিলেন। তিনি এবং ঘাটশিলা বিধান সভা অঞ্চলের বিধায়ক সহ জেএমএম জেলা সভাপতি রামদাস সোরেন সফল অংশগ্রহণকারীদের পুরস্কৃত করেন। তিনি কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত যামিনী কান্ত মাহাতোর ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। যামিনী বাবুর জীবনী ও সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা দেওয়ার জন্য তাঁর তৈরি করা প্লাটফর্ম থেকে প্রজন্মের পর প্রজন্ম উপকৃত হতে পারে, এমন কাজ একমাত্র মহান ব্যক্তিরাই করতে পারেন। শ্রী কালিন্দী বলেন, কলেজের অগ্রগতিতে প্রয়োজনে তিনি সব রকম সাহায্য করতে প্রস্তুত থাকবেন। তিনি তার নির্বাচনী এলাকার গরীব মেধাবী ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষার জন্য সাহায্য করার আহ্বান জানান, যাতে গরীবের ছেলে মেয়েরাও শিক্ষক-শিক্ষিকা হতে পারে।

অনুষ্ঠানে মঞ্চ সঞ্চালনা করেন অধ্যাপক তারা মাহতো এবং ধন্যবাদ জ্ঞাপন করেন শ্যামলী দত্ত। ডিএলইডির বিভাগীয় প্রধান অধ্যাপক নন্দন দাস, ডাঃ কল্যাণী কবিরও সবাইকে অভিনন্দন জানান।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রশেখর টুডু, সুভাস কর্মকার, শ্বেতা, বিকাশ, প্রদীপ, তারিক উসমান প্রমুখ।

Spread the love