বাঙ্গুড়দায় জেএমএম নেতাকে গুলি করে 40 হাজার টাকা লুট

বাঙ্গুড়দায় জেএমএম নেতাকে গুলি করে 40 হাজার টাকা লুট

জামশেদপুর থেকে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা তাকে পিটিয়ে আহত করে ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।
বর্তমানে তিনি এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন, হাসপাতালে দেখতে পৌঁছান বিধায়ক।

Patamda: পূর্ব সিংভূম জেলার কমলপুর থানা এলাকার বাঙ্গুড়দা পঞ্চায়েতের মাকুলা মৌজার বাসিন্দা জেএমএম নেতা মন্টু মাহাতোকে আহত করে, দুষ্কৃতীরা 40 হাজার টাকা ও মোবাইল লুট করে। দুষ্কৃতীরা মন্টু মাহাতোকে পিস্তল দিয়ে গুলি করার চেষ্টাও করেছিল, কিন্তু গুলি চলেনি। তবে দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হয়েছেন মন্টু মাহতো। তার মাথায় ও পায়ে আঘাত লেগেছে। শনিবার রাত 11 টার দিকে এ ঘটনা ঘটে।
মন্টুকে চিকিৎসার জন্য সাকচির এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে জুগসালাইয়ের বিধায়ক মঙ্গল কালিন্দি পৌঁছান এবং হাসপাতালের কর্মীদের ভাল চিকিৎসা ব্যাবস্থা না করার জন্য ধমক দেন এবং তিনি নিজে আলাদা বিছানার ব্যবস্থা করান। তার বিছানায় নোংরা চাদর বিছানো ছিল। মঙ্গল কালিন্দী এতে ক্ষিপ্ত হয়ে এমজিএম হাসপাতালের ডেপুটি সুপারের সাথে কথা বলেন। এরপর বিছানার চাদর পাল্টে দেওয়া হয়।মঙ্গল কালিন্দী ডেপুটি সুপারকে আহত মন্টু মাহাতোর উন্নত চিকিৎসা করার নির্দেশ দেন। বিধায়ক জানিয়েছেন, মন্টু বাঙ্গুরদার জেএমএম-এর পঞ্চায়েত সভাপতি। তার স্টোন চিপস ও বালি সরবরাহের কাজ আছে। শনিবার রাত 11 টার দিকে স্টোন চিপস ও বালু সরবরাহ শেষে বাইকে করে বাড়ি ফেরার সময় গ্রামের বাইরে 10-12 জন দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে মারধর করে। তার সঙ্গে আরও দুজন ছিলেন। এক যুবক দুষ্কৃতীদের দেখে পালিয়ে যায়, অন্যদিকে মন্টু মাহাতো এবং অন্য যুবককে দুষ্কৃতীরা মারধর করে। দ্বিতীয় যুবক সামান্য জখম হয়েছে। পটমদাতেই তার চিকিৎসা হয়। এ ঘটনায় কমলপুর থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশ দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

Spread the love