পটমদা ইন্টার কলেজের ৬ জন সফল প্রতিযোগী এসইউ থেকে সার্টিফিকেট পেল

পটমদা ইন্টার কলেজের ৬ জন সফল প্রতিযোগী এসইউ থেকে সার্টিফিকেট পেল

Patamda : জাতীয় হিন্দি উৎসব উপলক্ষে জামশেদপুরের শ্রীনাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পটমদা ইন্টার কলেজ জাল্লার ৬ জন সফল প্রতিযোগীকে বুধবার পুরস্কৃত করা হয়। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডাঃ তরুন কুমার মাহাতো জানান, আজ শ্রীনাথ বিশ্ববিদ্যালয় থেকে আসা গৌরব মিশ্র দুজন ছাত্র ও চার ছাত্রা সহ ছয় জনকে সার্টিফিকেট প্রদান করে কলেজের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শিক্ষার্থীদের মেধার প্রশংসা করে তিনি বলেন, ভবিষ্যতে যখনই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাহায্যের প্রয়োজন হবে তখনই সাহায্য করার চেষ্টা করা হবে। শিশুদের সর্বাঙ্গীণ বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণও প্রয়োজন। অধ্যক্ষ জানান, পরবর্তী সময়ে আরও বেশি সংখ্যক ছাত্র-ছাত্রীদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করা হবে। সফল ছাত্রদের মধ্যে রয়েছে শিখা রানী মাহতো, অর্পিতা মান্ডি, সুষমা মাঝি, শোভা রানী কর্মকার, দেবাশীষ কর্মকার এবং রবি সিং।

Spread the love