পটমদা মণ্ডলে বিজেপির 42তম প্রতিষ্ঠা দিবস পালিত হল

পটমদা মণ্ডলে বিজেপির 42তম প্রতিষ্ঠা দিবস পালিত হল

Patamda: ভারতীয় জনতা পার্টির 42 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার মণ্ডল সভাপতি মন্তু চরণ দত্তের সভাপতিত্বে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, প্রথমে দ্বীপে আলোক প্রজ্জ্বলন ও পটমদা মন্ডল অফিসে বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং অটল বিহারী বাজপেয়ীর প্রতি পুষ্পস্তবক অর্পণ করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পার্টি অফিসে বিজেপির পতাকা উত্তোলনের পর পটমদা থেকে বেলটান্ড চক পর্যন্ত কয়েক ডজন কর্মী নিয়ে মিছিল করার সময় স্লোগান ওঠে। বেলটান্ড চকের তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় বিজেপির বড় পতাকা লাগানো হয়েছে। এরপর ঠিক 10 টায় পার্টি অফিসে টিভির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ শোনেন সকল কর্মীরা। প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পর পটমদা বাজারে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে মানুষকে সচেতন করা হয়। অনুষ্ঠানে প্রধানত উপস্থিত ছিলেন শরৎ সিং সর্দার, ইন্দ্র নারায়ণ মাহাতো, প্রাণকৃষ্ণ মাহাতো, মহাবীর মাহাতো, বিজয় সিং, বঙ্কিম মাহাতো, সুভাষ মাহাতো, রথু মাহাতো, বিমল মন্ডল, অজয় ​​প্রামাণিক, নিরঞ্জন রাজাক, লক্ষ্মী কুম্ভকর, বিমল কৈবর্ত, ভৃগুরাম দাস, প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধৃতরাষ্ট্র সিং।, সুনীল রাজাক, প্রকাশ মাহলি, সুকান্ত দত্ত, কৃষ্ণচন্দ্র মাহাতো, সন্তোষ সিং, রাজেশ দাস, রামকৃষ্ণ মাহাতো এবং ওমপ্রকাশ আগরওয়াল।

Spread the love