বোড়ামে বিদ্যুৎ বিভাগের অভিযান, ৯ জনের বিরুদ্ধে মামলা

বোড়ামে বিদ্যুৎ বিভাগের অভিযান, ৯ জনের বিরুদ্ধে মামলা

Patamda: বুধবার বিদ্যুৎ বিভাগের এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার অমরজিৎ প্রসাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে বোড়ামের রাগমাগোড়া টোলায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ৯ জনকে আটক করা হয়েছে। এরপর বোড়াম থানায় জুনিয়র ইঞ্জিনিয়ারের আবেদনে ৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এ বিষয়ে এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার অমরজিৎ প্রসাদ জানান, গত কয়েকদিন ধরে গোপন সংবাদ পাওয়া যাচ্ছিল যে কিছু কিছু গ্রামের বাসিন্দারা সংযোগ না নিয়ে হুক লাগিয়ে বিদ্যুৎ ব্যবহার করছেন, এতে অধিদপ্তরের লাখ লাখ টাকা লোকসান হচ্ছে। বুধবার বিকেলে প্রখর রোদে জুনিয়র ইঞ্জিনিয়ার সুরেশ প্রসাদ চৌধুরী, মানবদিবস কর্মী পুতুল প্রামাণিক ও সুখেন গোপদের নিয়ে অভিযানে সকলের বাড়ি থেকে বিদ্যুতের তার ও অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। এসব লোকের বিরুদ্ধে অধিদফতরের ৫৮ হাজার টাকা লোকসানের অভিযোগ রয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছে রাগামাগোড়ার বাসিন্দা শিবনাথ গোপ, সহদেব গোপ, নিমাই গোপ, সহদেব গোপ, শিবচরণ তন্তুবাই, করমু গোপ, গঙ্গাধর গোপ, গোবর্ধন গোপ ও হারাধন গোপ।

Spread the love