খাবার বন্ধ হতেই আঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের উপস্থিতি কম

খাবার বন্ধ হতেই আঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের উপস্থিতি কম

Ghatshila : আঙ্গনওয়াড়ি সেবিকারা বকেয়া টাকা না পাওয়ায় আঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবার বন্ধ হয়ে গেছে। খাবার বন্ধ হবার দুই দিনের মধ্যেই কেন্দ্রগুলিতে শিশুদের উপস্থিতি কম হয়ে গেছে। বুধবার অধিকাংশ কেন্দ্রে অর্ধশতাধিক শিশু পড়তে আসেনি।
এ বিষয়ে ঘাটশিলা ব্লকের বড়জুডি পঞ্চায়েতের বড়জুডি গ্রামে গড়ে ওঠা আঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী জয়ন্তী ভকত বলেন, আমাদের আঙ্গনওয়াড়ি কেন্দ্রে 24 জন শিশু তালিকাভুক্ত থাকলেও বুধবার মাত্র ছয় জন শিশুই কেন্দ্রে এসেছে। কারন এখন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার বন্ধ। তিনি বলেন, খাবার না পাওয়ায় শিশুর উপস্থিতি খুবই কম। সকালে শিশুকে সুজির পুডিং, ছোলা গুড় এবং কখনো ডাল, সবজি আবার কখনো খিচুড়ি দিয়ে থাকি। কিন্তু ধার অনেক বেড়ে গেছে, যার কারণে খাবার বন্ধ করতে হচ্ছে। তিনি বলেন, শুধু তাই নয়, জেলাকে কেন্দ্রের সব রিপোর্ট অনলাইনে পাঠাতে বলা হলেও মোবাইল না দিলে কোথা থেকে রিপোর্ট পাঠানো হবে। বড়জুডি ছাড়াও অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের উপস্থিতি ছিল খুবই কম। শুধু তাই নয়, প্রচণ্ড গরমের কারণে 3 বছর থেকে 6 বছরের শিশুরা কেন্দ্রে আসা এড়িয়ে যাচ্ছে।

Spread the love