পূর্ণিয়া বই মেলায় সম্মানিত হন পঁচিশ জন লেখক কবি সাহিত্যিক

পূর্ণিয়া বই মেলায় সম্মানিত হন পঁচিশ জন লেখক কবি সাহিত্যিক

Dumka: বিহার বাঙালি সমিতির পূর্ণিয়া শাখার পক্ষ থেকে শনিবার বর্ণাঢ্য প্রভাতফেরির মধ্য দিয়ে শুরু হল দুই দিনের বই মেলা । শহরের ভাট্টা বাজারের দুর্গাবাড়ি চত্বরের শ্রী ভবনে বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি ঝাড়খণ্ডের সচিব গৌতম চট্টোপাধ্যায়, বিহার বাঙালি সমিতির কেন্দ্রীয় সমিতির উপাধ্যক্ষ বিদ্যুৎ পাল কোলকাতার অধ্যাপক ও ভাষা সৈনিক তন্ময় বীর দিবারাত্রি পত্রিকার সম্পাদক আফিস ফুয়াদ লেখক নিশিকান্ত সিনহা যৌথ রূপে দীপ প্রজ্বলন এর মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন । অনুষ্ঠানে আয়োজন সমিতির পক্ষ থেকে বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিম বঙ্গের পঁচিশ জন লেখক, কবি,সাহিত্যিক ও ভাষা কর্মীদের মানপত্র ও মমেনটো দিয়ে সম্মানিত করা হয়। বই মেলায় বোলপুর শান্তিনিকেতন এর বই ওয়ালা বুক ক্যাফে, রামকৃষ্ণ মঠ পূর্ণিয়া,বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খণ্ডের দুমকা শাখা, আনন্দম, চাপড়া নাদিয়া, ইসলামপুর সহ ১৪ টি বুক স্টল লাগান হয়েছে। বিশিষ্ঠ লেখক ও সাহিত্যিক সতিনাথ ভাদুরী ও ফনেশ্বর নাথ রেনুর স্মৃতি বিজড়িত পূর্ণিয়া বই মেলার বিশাল কর্মকাণ্ড কে মূর্ত রূপ দিয়েছে বিহার বাঙালি সমিতির পূর্ণিয়া শাখার সভ্য ও কর্মকর্তা। শাখার সভাপতি অজয় সান্যাল, সচিব রবীন্দ্র কুমার নাহা, আলো রায় মেলা ও অনুষ্ঠানের সঞ্চালন করেন। বঙ্গীয় সাহিত্য পরিষদ ভাগলপুরের সভাপতি অঞ্জন ভট্টাচার্য কবিতা আবৃত্তি করে অনুষ্ঠানে আলাদা মাত্রা এনে দেন ।

Spread the love