মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার্থে উদ্যোগী হলেন দুই যুব শিক্ষক

মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার্থে উদ্যোগী হলেন দুই যুব শিক্ষক

Patamda: পটমদা ব্লকের জোড়সা, টোলা বিরখাম গ্রামে শুক্রবার শুভ বাংলা নববর্ষ উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে মাতৃভাষা বাংলা ভাষার রক্ষার্থে শুরু হলো বিনা মূল্যে বাংলা ভাষা প্রশিক্ষণ কেন্দ্র।পটমদার নকশাল প্রভাবিত জোড়সা পঞ্চায়েতের বিরখাম গ্রামে স্থিত সমুদায়িক ভবনে সপ্তাহে দুই দিন নার্সারি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে বাংলা ভাষা শেখানো হবে। এই অভিনব উদ্যোগ নিয়েছেন গ্রামের দুই শিক্ষক সৌমিক সরকার ও রঘুনাথ কুম্ভকার। এ বিষয়ে রঘুনাথ কুম্ভকার বলেন যে বিরখাম সমুদায়িক ভবনে প্রতি শনিবার বিকেল 4 টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ও রবিবার সকাল 7 টা থেকে সাড়ে 8 টা পর্যন্ত বাংলা ভাষা শেখানো হবে। দুজনেই জানান আজ পয়লা বৈশাখের শুভলগ্নে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্নপরিচয় পুস্তক বিতরণ করা হয়েছে কয়েকজন ছাত্রকে। তার এই পদক্ষেপের প্রশংসা করে পটমদা ইন্টার কলেজ জাল্লার প্রাক্তন অধ্যক্ষ পঞ্চানন দাস বলেন, এটা সত্যিই একটি ভালো পদক্ষেপ, এটি আগামী প্রজন্মকে শুধু বাংলা জানার ও বোঝার সুযোগই দেবে না, এই ভাষার মাধ্যমে তাদের ভবিষ্যতও গড়ে তুলতে সাহায্য করবে ।

Spread the love