বিদ্যাসাগর স্মৃতি রক্ষা সমিতির নুতন কার্যনির্বাহী সমিতির গঠন হল

বিদ্যাসাগর স্মৃতি রক্ষা সমিতির নুতন কার্যনির্বাহী সমিতির গঠন হল

Dumka: পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এর কর্মভূমি কর্মাটাড় এর নন্দন এর রক্ষণাবেক্ষণ এর জন্য সঞ্চালিত বিদ্যাসাগর স্মৃতি রক্ষা সমিতির দুই বছরের জন্য নুতন কার্যনির্বাহী সমিতির গঠন করা হল । রবিবার বিহার বাঙালি সমিতি ,ঝাড়খন্ড বাঙালি সমিতি ও বিদ্যাসাগর স্মৃতি রক্ষা সমিতির সদস্য দের উপস্থিতি তে আয়োজিত বৈঠক হয় বিহার বাঙালি সমিতির অধ্যক্ষ ডা ( কেপ্টেন) দিলীপ সিনহার সভাপতিত্বে ।সমিতির সাধারণ সম্পাদক ও বিহার বাঙালি সমিতির মুখপত্র সঞ্চিতার সম্পাদক সুনির্মল দাস জানিয়েছেন বৈঠকে ,২০ জন সদস্য উপস্থিত ছিলেন ।বৈঠকে নুতন কার্যনির্বাহী সমিতির গঠন করা হয় ।এশিয়ান রিসার্চ ডেভলপমেন্ট ইনস্টিটিউট ( আদ্রি )র নির্দেশক প্রফেসার প্রভাত প্রাসাদ ঘোষকে স্মৃতি রক্ষা সমিতির অধ্যক্ষ ও সুনির্মল দাস কে সম্পাদক মনোনিত করা হয়েছে ,সেই সঙ্গে দেবাশীষ মিশ্র ও চন্দন মুখার্জিকে সমিতির সভাপতি ও সম্পাদক মনোনীত করা হয়েছে।সুনির্মল বাবু জানিয়েছেন আগামী ,২৯ শে জুলাই দয়ার সাগর করুনার সাগর পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের তিরোধান দিবস নুতন সমিতি সাড়ম্বরে পালন করবে ।

Spread the love