অলচিকি লিপির প্রবর্তক পন্ডিত রঘুনাথ মুর্মুর ,১১৭ তম জন্ম জয়ন্তী পালিত হল ।

অলচিকি লিপির প্রবর্তক পন্ডিত রঘুনাথ মুর্মুর ,১১৭ তম জন্ম জয়ন্তী পালিত হল ।

Dumka: ভারত সেবাশ্রম সংঘের দুমকা শাখার পাথরার আবাসিক বিদ্যালয়ে বুদ্ধপূর্ণিমার দিন সোমবার অলচিকি লিপির প্রবর্তক পন্ডিত রঘুনাথ মুর্মুর ,১১৭ তম জন্ম জয়ন্তী পালিত হল ।আশ্রমের স্বামী নিত্যব্রতা নন্দ মহারাজ ও স্বামী অর্নবা নন্দ মহারাজ স্বামী প্রণবানন্দ মহারাজ ও সমাজ সংস্কারক পন্ডিত রঘুনাথ মুর্মুর চিত্রে মাল্যারপন করে অনুষ্ঠানের সূচনা করেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন আবাসিক বিদ্যালয়ের প্রধান অধ্যাপক অভিনন্দন মুর্মু । স্বামী নিত্যব্রতা নন্দ সমাজ সংস্কারক পন্ডিত জির জীবনী কে তুলে ধরে বলেছেন ওনার জন্ম ৫ মে ১৯০৫ সালে হয় ।সেই দিনটি ছিল বুদ্ধ পূর্ণিমার দিন ।ভারত সেবাশ্রম সংঘে তিথি অনুসারে পালিত হয় পন্ডিত রঘুনাথ মুর্মু জয়ন্তী ।উনি শুধু লিপির প্রবর্তন করেননি আদিবাসী সোসিও কালচার এন্ড এডুকেশন নামক সংগঠন গঠন করে সামাজিক উন্নয়নের কাজ শুরু করেন ,২০০৫ সালে সাঁওতালি ভাষা কে তৎকালীন প্রধানমন্ত্রী ।অটল বিহারী বাজপেয়ি অষ্টম সুচি ভুক্ত করেন ।সেই সময় খড়্গ পুর এর সংসদ বাসুদেব আচার্য্য ও আসেকা রা সদস্যরা সাঁওতালি ভাষা কে অষ্টম সুচি ভুক্ত করার কাজ করে ।ভাষার স্বীকৃতির সঙ্গে কেন্দ্র সরকার অলচিকি লিপি কে সাঁওতালি ভাষার বিজ্ঞান সম্মত লিপির মান্যতা দিয়েছে ।পশ্চিম বঙ্গ ,অসম ও ওড়িশা রাজ্যে স্কুলে অলচিকি লিপিতে শিক্ষা চালু আছে । তবে দুঃখের বিষয় সাঁওতাল পরগনা বিভাগের কিছু লোক লিপির লড়াই লাগিয়ে সাঁওতালী ভাষার উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে ।অধ্যাপক অভিনন্দন মুর্মু বলেছেন আশ্রমের স্কুলে অলচিকি লিপিতে সাঁওতালী ভাষার শিক্ষা অনিবার্য করা হয়েছে । অনুষ্ঠানে বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি ঝাড়খণ্ডের স্টেট সেক্রেটারি গৌতম চট্টোপাধ্যায় বলেছেন সাঁওতালী ভাষার লিপি অলচিকির ইউনিকোড ইউ প্লাস 1 সি 50 – ইউ প্লাস 1 সি 7 এফ ,বিশ্বে এই একটি ইউনিকোড ই মান্য ।স্কুলের পাঠ্যক্রমে অলচিকি লিপি তে শিক্ষা চালু করে সাঁওতালী ভাষা ও সাঁওতাল সমাজের উন্নয়ন করতে হবে ।

Spread the love