বাংলা সাহিত্যে পত্র পত্রিকার ভূমিকা ও ভাষা সংস্কৃতির উন্নয়নে আলোচনা সভা

বাংলা সাহিত্যে পত্র পত্রিকার ভূমিকা ও ভাষা সংস্কৃতির উন্নয়নে আলোচনা সভা

Dumka: ভারত সেবাশ্রম সংঘের দুমকা শাখার পাথরার আশ্রমে শনিবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের বাংলা সাহিত্য চর্চা ও ভাষা সংস্কৃতির উন্নয়নে এখানকার পত্র পত্রিকার ভূমিকা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা হয় । অনুষ্ঠানে ধানবাদ থেকে প্রকাশিত শিল্পে অনন্যা পত্রিকার সম্পাদক ও অবসর প্রাপ্ত অধ্যাপক ড . দীপক কুমার সেন, জ্ঞান বিজ্ঞান সমিতির জাতীয় সংগঠনের সাধারণ সম্পাদক ড. কাশীনাথ চ্যাটার্জি ,বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি ঝাড়খণ্ডের স্টেট সেক্রেটারি গৌতম চট্টোপাধ্যায় , ডা. অশোক ভট্টাচার্য, কানাই পাল, প্রেম মোহলি, আশীষ সরেন ও বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে ডঃ সেন বলেছেন ধানবাদ, জামশেদপুর , রাঁচি, দুমকা ,পাকুড় , জামতাড়া জেলায় গুনগত উচ্চ মানের বাংলা পত্রিকা প্রকাশিত হয় । বীরভূম ও বর্ধমান পশ্চিম এর বেশ কিছু পত্রিকায় ঝাড়খণ্ডের ভাষা ,সংস্কৃতি , বাঙালিদের ইতিহাস কে প্রাধান্য দিয়ে তুলে ধরে । এর পত্রিকার সম্পাদক ও প্রকাশক দের এক ছাতার নীচে এনে ভাষা সংস্কৃতির উন্নয়ন এর কাজ করতে হবে । কাশীনাথ বাবু বলেছেন কেন্দ্র সরকার মাতৃভাষায় শিক্ষার উপর জোর দিয়েছে ,বাংলা রাজ্যে শিক্ষার মাধ্যম। ঠিক তার সম্পুর্ন বিপরীত এক শ্রেণীর আধিকারিক রাজ্যের কচি কাঁচা দের মাতৃভাষা তে শিক্ষার সুযোগ থেকে সরিয়ে হিন্দি চাপিয়ে ভাষান্তর করার সর্বনাশা খেলা করছে। রাজ্যের বাংলা পত্র পত্রিকায় বিষয় গুলি তুলে ধরে সাধারণ মানুষ কে সচেতন করতে হবে । আশ্রমের স্বামী জি বলেছেন বাংলা পত্র পত্রিকায় ঝাড়খণ্ডের সঠিক ইতিহাস কে তুলে ধরতে হবে । গৌতম বলেছেন রাজ্যের উন্নয়ন শিক্ষা, আলাদা রাজ্যের দাবিতে আন্দোলনে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ বাংলাভাষী দের অবদান আছে।বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের ওই ইতিহাস থেকে দূরে রাখা হয়েছে।।এখান কার বাংলা পত্র পত্রিকায় বিষয় গুলি প্রাধান্য দিয়ে প্রকাশ করতে হবে ।

Spread the love