বুরুডিতে স্বাস্থ্য শিবির ও বুজরুকি বিরোধী সভার আয়োজন

বুরুডিতে স্বাস্থ্য শিবির ও বুজরুকি বিরোধী সভার আয়োজন

Purulia: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, পুরুলিয়া জেলা কমিটি ও বলরামপুর বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে বুধবার বিকেল ৪ঘটিকার সময় বলরামপুর থানার অন্তর্গত দড়দা অঞ্চলের অন্তর্ভুক্ত বুরুডি গ্রামে এক বিশেষ স্বাস্থ্য শিবির এবং কুসংস্কার ও বুজরুকি বিরোধী সভা অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের মন থেকে কুসংস্কার কে উপড়ে ফেলতে বিজ্ঞান মঞ্চের এই প্রচেষ্টা। এই স্বাস্ব্য শিবিরে চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক ও দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ নয়ন মূখার্জী। গ্রামের প্রায় ১৬০জন অধিবাসী স্বাস্থ্য পরীক্ষা করান ও বিনামূল্যে ঔষধ রোগীদের প্রদান করা হয়।অন্য দিকে কুসংস্কার ও বুজরুকি বিরোধী সভাটি সুন্দর ভাবে পরিচালনা করেন বলরামপুর বিজ্ঞান চক্রের সহ-সম্পাদক ধনঞ্জয় মুর্মু ও রবীন্দ্রনাথ সরেন।এই কুসংস্কার ও বুজরুকি প্রথা ছাড়াও ধনঞ্জয় মুর্মূ আদিবাসী জগতের সামাজিক ব্যাধি অর্থাৎ ডাইনি প্রথা, বাল্যবিবাহ, নেশা খাওয়ার কুফল ও সাপে কেটে মৃত্যু সম্পর্কে বিশদ আলোচনা করেন। কুসংস্কার ও বুজরুকি বিরোধী অনুষ্ঠানেও যথেষ্ট ভীড় ছিল। তাছাড়া দিলীপ কুমার ঝা ও সমীর দে ডাইনি এবং সাপের কামড় নিয়ে বিশদ আলোচনা করেন। শেষে ডাঃ মুখার্জী নিজে সুন্দর করে কুসংস্কারকে মন থেকে দূর করার জন্য আলোচনা করেন। এই শিবিরে উপস্থিত ছিলেন বলরামপুর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক দিলীপ কুমার ঝা, বিজ্ঞান কর্মী শিক্ষক সমীর দে, বিমল পান্ডা ও পুরুলিয়া থেকে আগত জেলা কমিটির সদস্য শৌভিক মূখার্জী । স্বাস্ব্য শিবির ও যুক্তিবাদী অনুষ্ঠান দেখে গ্রামবাসীরা খুবই খুশি।

Spread the love