19 মের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

19 মের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

Jamshedpur: ঝাড়খণ্ড বঙ্গভাষী সমন্বয় সমিতির পক্ষ থেকে 1961 সালের 19 মের ভাষা শহীদদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সমিতির সচিব সন্দীপ সিংহ চৌধুরীর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এই দিনটিতে 11 জন ভাষা শহীদ মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য পুলিশের গুলিতে নিজেদের প্রাণ হারিয়েছিলেন। অসমীয়া ভাষা কে সরকারী ভাষা করার বিরুদ্ধে এই আন্দোলন হয় এবং আন্দোলনের পরে বাংলা ভাষাকে অনুমোদন দেওয়া হয়। এই 11 জন শহীদের মধ্যে কমলা ভট্টাচার্য নামের এক নাবালিকাও জীবন দিয়েছিলেন।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন পূরবী ঘোষ ও রফিকুল ইসলাম। সহ-সভাপতি নেপাল দাস শহীদ দিবসের ইতিহাস সবার সামনে তুলে ধরেন।

তাপস বড়ুয়া ভাষা শহীদদের স্মরণে নিজের বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে অশোক বড়ুয়া, গৌতম বাগচী, বিমল হালদার, বাবুলাল চক্রবর্তী, প্রসেনজিৎ বড়ুয়া, গৌতম দাস, পূরবী দত্ত, বাণী প্রসাদ মুখার্জী সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সন্দীপ সিংহ চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন।

Spread the love