নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের আঞ্চলিক সমিতির শতবর্ষ উপলক্ষে দুই দিনের সম্মেলনের প্রস্তুতি

নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের আঞ্চলিক সমিতির শতবর্ষ উপলক্ষে দুই দিনের সম্মেলনের প্রস্তুতি

Dumka: নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে আঞ্চলিক সমিতির দুই দিনের সম্মেলন অনুষ্ঠিত হবে পশ্চিম সিংভুম জেলার সদর শহর চাইবাসার পিল্লাই হলে । 28 ও 29 মে 2022 এর অনুষ্ঠানে প্রথম দিন 28 মে আঞ্চলিক সংগঠনের শত বর্ষ সম্মেলন হবে ।পরের দিন 29 মে চাইবাসা শাখার হীরক জয়ন্তী বর্ষের অনুষ্ঠানে বাহির্বঙ্গে বাংলা ভাষা ,সাহিত্য ও সংস্কৃতি – সমস্যা ও সমাধান কোন পথে বিষয়ে আলোচনা সভা হবে ।ওই আলোচনা সভায় বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খণ্ডের স্টেট সেক্রেটারি গৌতম চট্টোপাধ্যায় ,বাংলা একাডেমি ঝাড়খণ্ডের সচিব মৃগেন্দ্র বিশ্বাস ও ঝাড়খণ্ড বাঙালি সমিতির সভাপতি বিদ্রোহ মিত্র আমন্ত্রিত বক্তা রূপে অংশ নেবেন ।জানিয়েছেন সাহিত্য সম্মেলনের কেন্দ্রীয় সহ সভাপতি মনোজ কুমার সতপথি । ওই তিন জন বক্তা কে 15-15 মিনিট বক্তব্য রাখার জন্য সময় বরাদ্দ করা হয়েছে ।আঞ্চলিক সমিতির সচিব বিপুল গুপ্ত জানিয়েছেন বিহার ,ঝাড়খন্ড ও ওড়িশা রাজ্য নিয়ে গঠিত হয়েছে আঞ্চলিক সমিতি । প্রকাশ থাকে যে ঝাড়খন্ড আলাদা রাজ্য গঠনের পর এই চাইবাসা তে নিখিল বঙ্গ সাহিত্য সম্মেলনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ।ওই সম্মেলনে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সম্মেলনে সভাপতি রূপে অংশ গ্রহণ করেন ।সেই সময় প্রণব বাবু কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ।

Spread the love