বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করেছে ছাত্র যুব সংগ্রাম বাহিনী

বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করেছে ছাত্র যুব সংগ্রাম বাহিনী

Patamda: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রবিবার পটমদা ব্লকের কমলপুর গ্রামে ছাত্র-যুব সংগ্রাম বাহিনীর সদস্যরা বহু ফলদায়ক ও ছায়াময় বৃক্ষ রোপণ করেন। এসময় গাছ-গাছালি রক্ষার অঙ্গীকার গৃহীত হয়। বাহিনীর বিশ্বনাথ মাহাতো বলেন, পৃথিবীতে পড়ে থাকা গাছপালা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। সবুজ ছাড়া জীবন কল্পনা করা যায় না। সমস্ত জীব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। স্বপন কুমার জয়প্রকাশ নারায়ণের সার্বিক বিপ্লবের চিন্তা, সংগ্রাম ও আদর্শ সম্পর্কে সবাইকে অবহিত করে বলেন, সকল শ্রেণীকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী শক্তির বিরোধিতা করতে হবে। কমলপুরের নবনির্বাচিত মুখিয়া যামিনী বেসরা বলেন, জেপি ঘোষণা করেছিল দুর্নীতি দূর করা, বেকারত্ব দূর করা, শিক্ষায় বিপ্লব আনা ইত্যাদি এমন সব কাজ যা আজকের ব্যবস্থায় পূরণ করা সম্ভব নয়। কারণ তারা এই (কর্পোরেট) সিস্টেমের ফসল। সেগুলি তখনই পূরণ হতে পারে যখন সমগ্র ব্যবস্থার পরিবর্তন হবে এবং সমগ্র ব্যবস্থার পরিবর্তনের জন্য বিপ্লব- ‘সম্পূর্ণ বিপ্লব’ প্রয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর পঞ্চায়েতের নবনির্বাচিত মুখিয়া যামিনী বেসরা, স্বপন কুমার, কৃত্তিবাস, ফুলচাঁদ মাহাতো, অশ্বিনী কুমার, স্নেহাশীষ মাহাতো, জয়দেব বোস, নন্দলাল কর্মকার ও বিকাশ কুমার।

Spread the love