খরকাই নদীর তীরে খেলতে গিয়ে নদীতে ডুবে যায় তিন বছর বয়সী এক কন্যাশিশু

খরকাই নদীর তীরে খেলতে গিয়ে নদীতে ডুবে যায় তিন বছর বয়সী এক কন্যাশিশু


File photo
Jamshedpur : জামশেদপুরের কদমা থানার শাস্ত্রীনগরের তিন বছরের এক কন্যাশিশু খেলতে গিয়ে খরকাই নদীতে ডুবে যায়। শিশুটির নাম অনন্যা, তার পরিবার শাস্ত্রীনগর তিন নম্বর ব্লকে থাকে। সে ও তার সমবয়সী শিশুরা নদীর তীরে একসঙ্গে খেলা করছিল। সেসময়ই খেলতে খেলতে নদীর জলে নেমে পড়ে তারা আর অনন্যা গভীর জলে পড়ে যায়। দেখতে দেখতে গভীর জলে তলিয়ে যায় সে। অনন্যার সঙ্গে খেলতে থাকা অন্য শিশুরা দৌড়ে গিয়ে তার পরিবারের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে তড়িঘড়ি করে অনন্যার মাও তাকে খুঁজতে নদীতে ঝাঁপ দিলে স্থানীয় লোকজন তাকে নদী থেকে তুলে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয় ডুবুরিদের সহায়তায় শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা করা হয়। বর্ষার সময় নদীতে বেশী জল থাকায় ডুবুরীদেরও শিশুটিকে খুঁজতে অসুবিধায় পড়তে হচ্ছে। শিশুটির বাবা কৃষ্ণানন্দ ভার্মা নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন। খবর পেয়ে তিনিও ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

Spread the love