কমলপুরে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামিকে 14 বছরের কারাদণ্ড

কমলপুরে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামিকে 14 বছরের কারাদণ্ড

-গাছে কিশোরীর ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেলেও আদালতে হত্যার অভিযোগ প্রমাণিত হয়নি।

Jamshedpur: কমলপুরে কিশোরীকে ধর্ষণের পর হত্যার মামলার আসামি ধনঞ্জয় মুদিকে 14 বছরের কারাদণ্ড দণ্ডিত করেন এডিজে 4 রাজেন্দ্র কুমারের আদালত। এছাড়া আসামিকে 10 হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা না দিলে শাস্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হবে। মামলায় সাক্ষ্য দেন মোট 6 জন।

হত্যার অভিযোগ প্রমাণ করা যায়নি-
ঘটনাটি ঘটে 2020 সালের 10 মার্চ। পরদিন কানালী মাঠের পাশে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মেয়েটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গত 10 মার্চ মেয়েটি মাঠের দিকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর মেয়েটি আর ফিরে আসেনি। এরপর পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। তারপর দ্বিতীয় দিন রাত 9 টার দিকে 11 মার্চ কানালী ময়দান বারুবেড়া স্কুলের পাশে একটি গাছে তার মৃতদেহ ঝুলতে দেখা যায়।

ঘটনার পর থেকে আসামি কারাগারে রয়েছে-
ঘটনার পর থেকে অভিযুক্ত ধনঞ্জয় মুদি কারাগারে রয়েছে। তাকে ধর্ষণের পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগে তার বিরুদ্ধে কমলপুর থানায় মামলা করেন মৃতের পরিবারের লোকজন। যদিও হত্যার অভিযোগ আদালতে প্রমাণ করা যায়নি। 376 ধারায় তাকে 14 বছরের সাজা দেওয়া হয়েছে। একইভাবে 306 ধারায় 10 বছর 10 হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

Spread the love