অদম্য ইচ্ছাশক্তি দিয়েই রাজ্যের উন্নতি সম্ভব : শ্রীকান্ত মাহাতো

অদম্য ইচ্ছাশক্তি দিয়েই রাজ্যের উন্নতি সম্ভব : শ্রীকান্ত মাহাতো

Ghatshil : শুক্রবার লালডিহ সামুদায়িক ভবনে ঝাড়খণ্ডবাসী সংঘর্ষ সমিতির সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শিল্প ও বস্ত্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। সভায় মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন, সরকারের নিজস্ব সদিচ্ছা না থাকলে রাজ্যের সঠিক উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন যে ঝাড়খণ্ডের স্থানীয়তা নীতি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখানে ভাষানীতি, শিল্পনীতি, পরিকল্পনা নীতিসহ অন্যান্য নীতির বাস্তবায়নের বিশেষ প্রয়োজন রয়েছে। এগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা প্রতারিত হাতে থাকব। বাইরে থেকে বড় বড় শিল্পপতিরা এসে শিল্প স্থাপন করছেন, শিল্পনীতি প্রণয়নের ফলে আমাদের মালিকানা থাকবে। তিনি জানান, পূর্ব সিংভূম জেলার 7 টি ব্লক থেকে ঝাড়খণ্ডবাসী সংঘর্ষ সমিতির প্রতিনিধিরা এই সভায় যোগ দিয়েছেন। ব্লক স্তরে সবাইকে কনভেয়ার হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। পরের সপ্তাহে আবার বৈঠকের পর, ঝাড়খণ্ডবাসী সংঘর্ষ সমিতির উদ্দেশ্য নিয়ে রণনীতি তৈরি করা হবে। সভায় প্রধানত ললিত মাহাতো, খগেন মাহাতো, আদিত্য হালদার, ভারত মাঝি, মহেশ্বর কর্মকার, পরেশ গোপ, তপন বেহেরা, সুখলাল মান্ডি, জোসেফ মুর্মু এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Spread the love