কোলহান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সেমিনারের আয়োজন

কোলহান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সেমিনারের আয়োজন

প্রধান অতিথির সামনে ছাত্র সপন মন্ডল তার গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

Chaibasa: মঙ্গলবার কোলহান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পিএইচডি ফাইনাল সাবমিশন ওয়াইভি সেমিনারের আয়োজন করা হয়। এ সময় গবেষণা স্কলার সপন মন্ডল (গাইড ডঃ তপন কুমার) তার গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ প্রকাশ কুমার মেথি। সপন মন্ডল তার গবেষণা প্রবন্ধ বিস্তারিতভাবে উপস্থাপন করেন। এ সময় বাংলা বিভাগের ডিআরসি সদস্যরা রিসার্চ স্কলারকে পালাক্রমে প্রশ্ন করেন, যার উত্তর গবেষক সহজেই দেন।

কোলহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে তাদের ছাপ ফেলবে: ডঃ প্রকাশ

প্রধান অতিথি ডঃ প্রকাশ কুমার মেথি বলেন, কোলহান বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলাররা অত্যন্ত পরিশ্রমের সাথে তাদের গবেষণা প্রবন্ধ তৈরি করে উপস্থাপন করেন, যা গর্বের বিষয়। গবেষকদের উদ্বুদ্ধ করে তিনি বলেন, আগামী দিনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষকেরা নিজেদের ছাপ ফেলবেন। তিনি গবেষকদেরও উৎসাহিত করেছেন। এই সময় সমাজ বিজ্ঞানের ডিন ডঃ এস.পি. মালিক, হিন্দি বিভাগের এইচওডি ডঃ সন্তোষ কুমার, দর্শন বিভাগের এইচওডি ডঃ দীপাংশু শ্রীবাস্তব, রাষ্ট্রবিজ্ঞানের এইচওডি ডঃ পরশুরাম সেল ছাড়াও বিপুল সংখ্যক ডিআরসি সদস্য জড়িত ছিলেন সেমিনারে।

Spread the love