সাউথ পয়েন্ট স্কুলে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করা হয়েছে

সাউথ পয়েন্ট স্কুলে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করা হয়েছে

Patamda: রোটারি ক্লাব দলমার উদ্যোগে পবিত্র শ্রাবন মাস উপলক্ষে মাতৃভূমিকে সবুজ রাখতে ও দূষিত পরিবেশ বিশুদ্ধ রাখতে সাউথ পয়েন্ট স্কুলে মা শারদেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। পটমদার গোবরঘুষিতে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রোটারি ক্লাবের আইপিডিজি ডিস্ট্রিক্ট গভর্নর প্রতিম ব্যানার্জি। বিশেষ অতিথি ছিলেন দলমা রেঞ্জের আরএফও দীনেশ চন্দ্রা ও অর্পনা চন্দ্রা এবং বিশেষ অতিথি ছিলেন অনুরাগ পাত্র, রোটারিয়ান সেক্রেটারি, দলমা জামশেদপুর। প্রথমে শিবম শর্মা সকল অতিথিদের একটি করে গাছের চারা দিয়ে সংবর্ধনা দেন।

বিদ্যালয়ের শিশুরা অতিথিদের স্বাগত জানাতে একটি স্বাগত গান পরিবেশন করে সবাইকে বিমোহিত করে। রোটারি ক্লাবের অতিথিরা যৌথভাবে বিদ্যালয় প্রাঙ্গণে আম, জাম, চিকু প্রভৃতি 50টি ফলদায়ক ও ছায়াময় চারা রোপণ করেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরাও গাছের চারা রোপনের শপথ নিয়ে তাদের রক্ষার শপথ নেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিম ব্যানার্জী বলেন, পরিবেশে এই বিষ ছড়ানো বন্ধ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে বেশি বেশি করে গাছ লাগানো। গাছ-গাছালির নির্বিচারে শোষণের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি চারা রোপণ ও রক্ষা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পরিবেশ বাঁচাতে শিশুদের সচেতন করেন দীনেশ চন্দ্রা ও অর্পনা চন্দ্রাও। অনুরাগ পাত্রও শিশুদের পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন হতে বলেছেন। বিদ্যালয়ের চেয়ারম্যান শিবপ্রকাশ শর্মা পরিবেশ সচেতনতা নিয়ে চিন্তাভাবনা করতে গিয়ে বলেছিলেন যে তাপমাত্রার ক্রমাগত বৃদ্ধি এবং বর্ষার পরিবর্তনের খারাপ প্রভাব এড়াতে প্রত্যেককে অবশ্যই অন্তত একটি চারা রোপণ করতে হবে। বিদ্যালয়ের প্রিন্সিপ্যাল অরুণ কুমার সিং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন বিজয় তিওয়ারি (কিষাণ মোর্চা বিজেপির মুখপাত্র) নীলকমল শেখর (সিনিয়র বিজেপি নেতা), নীতিন চন্দ্র ত্রিবেদী (বিজেপি নেতা), কৌশল কিশোর সমাজসেবক, অর্জুন শর্মা সমাজকর্মী প্রমুখ।

Spread the love