প্রাক্তন মন্ত্রী রামচন্দ্র সহিস দীনদয়াল উপাধ্যায় স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন

প্রাক্তন মন্ত্রী রামচন্দ্র সহিস দীনদয়াল উপাধ্যায় স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন

বলেন- লেডিস হোস্টেলে গভীর রাতে লাগে লাক্সারি গাড়ি, পুরুষরা কী করতে যায়?

Jamshedpur: আজসু পার্টি জামশেদপুরের মানগো থানা এলাকার অন্তর্গত NH 33-এ অবস্থিত দীনদয়াল উপাধ্যায় দক্ষতা উন্নয়ন কেন্দ্রে ছাত্রীদের সাথে অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগ করেছে। পাশাপাশি জেলা প্রশাসকের কাছে এ ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত দাবি করা হয়েছে। জানিয়ে রাখি, এর আগেও এই কেন্দ্রের এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির ঘটনা সামনে এসেছিল। এ বিষয়ে সোচ্চার ছিল ছাত্র আজসু। ছাত্র আজসুর নেতাদেরও কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, পরে পুলিশ এ ব্যাপারে মধ্যস্থতা করে। আজসু পার্টির প্রধান সাধারণ সম্পাদক কাম প্রাক্তন মন্ত্রী রামচন্দ্র সহিস এই কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছেন। তিনি বলেন, গভীর রাতে কেন্দ্রের মহিলা হোস্টেলে লাক্সারি গাড়ি দেখা যায় এবং ছাত্রাবাসে পুরুষদের প্রবেশ করানো হয়। এর তদন্ত হওয়া উচিত। প্রাক্তন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আজসু পার্টির জেলা সভাপতি কানহাইয়া সিংহ, সঞ্জয় সিংহ, চন্দ্রেশ্বর পাণ্ডে, হেমন্ত পাঠক প্রমুখ।

Spread the love