তিন মাস থেকে বিদ্যুৎ নেই কিন্তু বিল পাঠাচ্ছে বিদ্যুৎ বিভাগ

তিন মাস থেকে বিদ্যুৎ নেই কিন্তু বিল পাঠাচ্ছে বিদ্যুৎ বিভাগ

Dhalbhumgarh : পার্ষদ হেমন্ত মুন্ডা বিদ্যুৎ দফতরের অফিসে বিদ্যুৎ সমস্যা সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দেন। তিনি জানান বাগুলা টোলার ঘাঘরাকোচায় গত কয়েক মাস ধরে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে গ্রামবাসীরা বিপাকে পড়েছেন। প্রায় তিন মাস ধরে ওই গ্রামে বিদ্যুৎ নেই। তারপরও বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের নিয়মিত বিদ্যুৎ বিল পাঠাচ্ছে। এ বিষয়ে অধিদপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ারকে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। গ্রামের ভোক্তাদের পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগের কাছে ডেডিকেটেড ডিমান্ড লেটার হস্তান্তর করা হয় এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করার দাবি জানানো হয়। সেই সঙ্গে মৌদাশোলি পঞ্চায়েতের টোলা কাশিডিহে 25 কেভি ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় টোলার প্রায় 30 জন উপভোক্তা বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্চিত হয়ে পড়েছেন। সব সমস্যাগুলির যথাশীঘ্র সমাধানের দাবিও তুলেন পার্ষদ। দাবিপত্র তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন গুড়বান্ধার পার্ষদ শিবনাথ মান্ডি, রাওতাড়ার মুখিয়া অর্জুন মান্ডি প্রমুখ।

Spread the love