সাপের কামড়ে ৬ বছর বয়সী শিশুর মৃত্যু

সাপের কামড়ে 6 বছর বয়সী শিশুর মৃত্যু

– এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
– জোড়সা পঞ্চায়েতে 15 দিনের মধ্যে সাপে কামড়ানোর দ্বিতীয় ঘটনা।

Galudih : সোমবার সকালে গালুডিহ থানার জোড়সা পঞ্চায়েতের জোড়সা গ্রামে 6 বছরের গৌতম কালিন্দীকে চিতি সাপে কামড় দেয়। তার মা বাসন্তী কালিন্দী এবং পাঁচ বছরের ভাই উত্তম কালিন্দীও তার সাথে বিছানায় শুয়েছিল। স্বজনরা জানান গৌতমের হাতে সাপে কামড়ানোর পর সে তার মা কে ডেকে তুলে নিয়ে হাতে জ্বালা হওয়ার কথা বলে। তারপর বিছানাতে একটি সাপ ও দেখতে পাওয়া যায়। এরপর পরিবারের লোকজন সাপটিকে ধরে বস্তায় ভরে রাখে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে শিশুটিকে মহকুমা হাসপাতালে নিয়ে যান, সেখানে চিকিৎসকরা একটি ইঞ্জেকশন দেবার পর তাকে এমজিএম হাসপাতালে রেফার করেন। শিশুটিকে এমজিএমে হাসপাতালে অক্সিজেন দেওয়া হয়, তারপর আধা ঘণ্টা পর শিশুটি মারা যায়। এমজিএমে হাসপাতালে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করার পর পরিবারের লোকেরা শিশুর মৃতদেহটি বাড়িতে ফিরিয়ে আনে। ঘটনার খবর পেয়ে গালুডিহ থানার পুলিশও এসে বিষয়টি খতিয়ে দেখে।
মৃত গৌতম কালিন্দীর বাবা রাজেশ কালিন্দী চান্ডিলের নিমডিহ তে কাজ করেন। তিনি একমাস ধরে কাজের জন্য বাড়ির বাইরেই রয়েছেন। ছেলেকে সাপে কামড়ানোর খবর পেয়ে তিনিও নিমডিহ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। গত 15 দিন আগেও একই পঞ্চায়েতের চুড়িন্দা গ্রামে সাপের কামড়ে মৃত্যু হয়েছিল এক যুবকের।

Spread the love