বেলটান্ডে বাসন্তী পূজা প্যান্ডেলের উদ্বোধনের মধ্য দিয়ে পূজা শুরু হয়

বেলটান্ডে বাসন্তী পূজা প্যান্ডেলের উদ্বোধনের মধ্য দিয়ে পূজা শুরু হয়

Patamda: বৃহস্পতিবার মহাষষ্ঠী উপলক্ষ্যে পটমদা বেলটান্ড চকে অবস্থিত শ্রী শ্রী সার্বজনীন বাসন্তী পূজা কমিটি লাওয়ার (বেলটান্ড) পক্ষ থেকে প্যান্ডেলের উদ্বোধন করেন গ্রাম প্রধান সমিতি পটমদার সভাপতি বৃন্দাবন দাস ও মুখিয়া প্রতিনিধি জিতুলাল মুর্মু। সেই সঙ্গে পূজা শুরু করেন পুরোহিত রাজকিশোর মুখার্জি ও শান্তনু মুখার্জি। এই অবসরে ঈশান চন্দ্র গোপ, মহাবীর মাহাতো, মুচিরাম বাউরি, ডাঃ কেপি দাস, রাধারমন দাস, অশ্বিনী দাস, বংশী দাস, উজ্জ্বল কান্তি দাস, বিজয় সিংহ, মিহির কুমার প্রামানিক, প্রদীপ পইড়া, প্রদীপ কুমার, শিশুপাল সিং সরদার, মানিক হালদার, মন্টু চরণ দত্ত, সন্তোষ কুমার সিং, চক্রধর মুদি, পল্টু মিশ্র, হৃদয় কুম্ভকার, রাজশেখর মাহাতো, দীপক মাহাতো, অজয় ​​প্রামাণিক, সুভাষ দাস, উত্তম কুমার মল্লিক এবং পতিত পবন দত্ত উপস্থিত ছিলেন। পটমদা ব্লকে প্রথমবারের মতো বাসন্তী পুজোর আয়োজন করায় স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ বিষয়ে মহাবীর মাহাতো বলেন, দীর্ঘদিনের মানুষের ইচ্ছা ছিল বেলটান্ডেও বাসন্তী দূর্গা পূজার আয়োজন করা হোক, তাই এ বছর প্রথমবারের মতো পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে মহাসপ্তমী উপলক্ষে কলশ প্রতিষ্ঠার জন্য পটমদা ছোটবাঁধ থেকে ঘট আনা হবে। অন্য দিকে বোড়াম গ্রামে কয়েক দশক পুরাতন বাসন্তী পূজা উদযাপনে শত শত মানুষ উপস্থিত হন।

Spread the love