স্বাধীনতার অমৃত উৎসব উপলক্ষে পটমদায় বিজেপির বৈঠক

স্বাধীনতার অমৃত উৎসব উপলক্ষে পটমদায় বিজেপির বৈঠক

অনেক কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত হয়

Patamda: স্বাধীনতার অমৃত উৎসবের প্রস্তুতি নিয়ে বুধবার বিজেপির পটমদা মণ্ডল অফিসে মণ্ডল সভাপতি মন্টু চরণ দত্তের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। এর সফল অপারেশনের জন্য ওয়ার্কারদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ডল সভাপতি জানান, সভায় অমৃত মহোৎসব চলাকালীন জাতীয়তাবাদের চেতনায় পটমদা মন্ডল এলাকায় প্রভাত ফেরীর পাশাপাশি দলীয় সকল কর্মীর ঘরে ঘরে তিরঙ্গা যাত্রা ও তিরঙ্গা প্রচার করা হবে। তিনি বলেন, এটি সফল করতে সকল কর্মীদের নিজ নিজ এলাকায় প্রস্তুতি শুরু করার দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় প্রধানত উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার জেলা সভাপতি মুচিরাম বাউরি, সাংসদ প্রতিনিধি মহাবীর মাহাতো, সাধারণ সম্পাদক কৃষ্ণপদ সিং, ইন্দ্রনারায়ণ মাহাতো, সহ-সভাপতি প্রাণকৃষ্ণ মাহাতো, বিমল মণ্ডল, বিমল কৈবর্ত, নিরঞ্জন রজক, বঙ্কিম মাহাতো, সুভাষ মাহলি, তপন তন্তু, বৃন্দাবন দাস, শিবানী দত্ত, বিমল রজক, লক্ষ্মী কুম্ভকার, রথু মাহাতো, সুকান্ত দত্ত, কৃষ্ণচন্দ্র মাহাতো, ভৃগুরাম দাস, সুভাষ মাহাতো, সুনীল মাহাতো, কানহাই প্রামাণিক, নীলকমল মাহাতো, হিমাংশু মাহাতো, রেবতী মাহাতো, প্রসেনজিৎ মাহাতো, ওমপ্রকাশ আগারওয়াল, সুনীল রজক, গোপাল সিং, ধৃতরাষ্ট্র সিং, রামকৃষ্ণ মাহাতো, মদন মাহলি ও চুটকি প্রামাণিক প্রমুখ।

Spread the love