ক্যানেল নির্মাণের ব্লাস্টিংয়ের কারণে সম্পত্তির ক্ষতি হচ্ছে গ্রামবাসীদের

ক্যানেল নির্মাণের ব্লাস্টিংয়ের কারণে সম্পত্তির ক্ষতি হচ্ছে গ্রামবাসীদের

Dhalbhumgarh  : ধলভূমগড় ব্লকের জুনবুনি পঞ্চায়েতের হরিণডুঙরির বাসিন্দা বিশ্বজিৎ নামতা জলের অভাবে ভুগছিলেন। তিনি ঋণ নিয়ে বোরিং করান, কিন্তু ক্যানেল নির্মাণের জন্য ব্লাস্টিংয়ের কারণে বোরিংটি ধসে যায়। গ্রামের অনেক বাড়ির দেয়ালে ফাটল ধরে বিস্ফোরণের কারণে। গ্রামবাসীরা এ বিষয়ে ইনচার্জ কানহাইয়া ঠাকুরের কাছে অভিযোগ করলে তিনি তাদের সব কিছু মেরামত করানোর আশ্বাস দিলেও সুরাহা হয়নি। ধলভূমগড় থানায় অভিযোগ জানালে বিস্ফোরণ বন্ধ হলেও গ্রামবাসীর সমস্যার সমাধান এখনও হয়নি।
গ্রামবাসীরা পঞ্চায়েতের অফিসে গিয়ে নবনির্বাচিত পঞ্চায়েতের উপ-প্রমুখ সুজন কুমার মান্নার কাছে অভিযোগ করেন। মুখিয়া বিষয়টি আমলে নিয়ে খাল নির্মাণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেন। ক্যানেল নির্মাণ কার্যের ইনচার্জ আশ্বস্ত করেন যে দুদিনের মধ্যে বোরিং মিস্ত্রি কে ডেকে বোরিংটি ঠিক করানো হবে। যাদের বাড়ির দেয়ালে ফাটল ধরেছে সেগুলি মেরামত করানো হবে। ঘটনাস্থলে উপপ্রমুখ সুজন কুমার মান্না বলেন, 2 দিনের মধ্যে এ বিষয়ে উদ্যোগ না নিলে গ্রামবাসী দের সাথে মিলে ক্যানেল নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হবে।

Spread the love