বিশেষ প্রতিবেদন: যাদবপুরে আদর্শের সংঘর্ষ
Purulia (Somnath Gope) : যাদবপুর বিশ্ববিদ্যালয় মানেই এক সময় ছিল প্রগতিশীল চিন্তা, মুক্ত মত প্রকাশের জায়গা। কিন্তু এখন সেই জায়গাতেই শুরু হয়েছে নতুন এক লড়াই— বাম বনাম গেরুয়া, ইফতার বনাম রামনবমী, যুক্তি বনাম বিশ্বাস। যেখানে একদল ছাত্র বলছে, ধর্ম ক্যাম্পাসে চলবে না— সেখানে আরেকদল বলছে, আমরাও আমাদের ধর্ম পালন করব, এটা আমাদের অধিকার। রামনবমী নিয়ে ক্যাম্পাসে যারা উৎসব করেছে, তাদের বিরোধিতা করা হলো। প্রশ্ন উঠছে— শুধুই কি ইফতার করা যাবে, রামনবমী পালন করলে সমস্যা কেন? ক্যাম্পাস কি শুধু এক পক্ষের মতামত চলবে? নাকি সবার জন্য সমান অধিকার থাকবে?
আজ যাদবপুরে একটা ভাবনার সঙ্গে আরেকটা ভাবনার সংঘর্ষ চলছে। এটা শুধু ছাত্র রাজনীতির লড়াই নয়— এটা একটা বড় প্রশ্ন, ক্যাম্পাসে মত প্রকাশের স্বাধীনতা কি আসলেই আছে? কিন্তু আবার নাগরিক সমাজ চাইছে শিক্ষা প্রতিষ্ঠানে মতপার্থক্য থাকুক, কিন্তু সহমতে। সবাই নিজেদের বিশ্বাস নিয়ে চলুক, কিন্তু কারো ওপর কিছু চাপিয়ে না দিয়ে।