পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির পুরুলিয়া জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
Purulia (Nayan Kuiri) : শুক্রবার দুপুরে পুরুলিয়া শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন দলিল লেখক কার্যালয়ে পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির পুরুলিয়া জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মহেশ্বর মাহাতো, জেলা সভাপতি বাসুদেব তেওয়ারি সহ পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠনের সদস্যরা। এদিন প্রায় 10 জন দলিল লেখক এই সংগঠনের সঙ্গে যোগদান করেন। তাদেরকে সংগঠনে স্বাগত জানান নেতৃত্বরা।
এই সভায় সাংগঠনিক বিষয়ে এবং দলিল লেখকদের সমস্যা ও আগামী কর্মসূচি বিষয়ে বিস্তর আলোচনা হয়। বক্তারা জানান, দলিল লেখকরা ব্যক্তিগত স্বার্থে নয় সমষ্টিগত স্বার্থে কাজ করবে। যাতে সাধারণ মানুষ ও দলিল লেখকদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে তার জন্য আগামী দিনে সব সময় সচেষ্ট থাকবে এই সংগঠন।