পুরুলিয়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র বেগুনকোদরে, এলাকিবাসীর সুবিধার্থে পুলিশ ক্যাম্পের উদ্বোধন হলো বৃহস্পতিবার
Purulia (Nayan Kuiri) : একসময় মাও অধ্যষিত এলাকা ছিল অযোধ্যা পাহাড়ের বেগুনকোদর এলাকা। রাজ্যে পালাবদলের পর শান্তি ফিরেছে এলাকায়। বন্ধ হয়েছে বুলেট ও ভারী বুটের আওয়াজ। তবে কোটশিলা থানার এই অঞ্চলটির কোটশিলা থেকে দুরে অবস্থিত হওয়ায় এবং বর্তমানে পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন বেগুনকোদর তাই সকলের সুবিধার্থে এবং এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করতে মানুষের সাথে সুম্পর্ক গড়ে তুলতে নতুন করে পুলিশ ক্যাম্পের উদ্ভোধন হলো জঙ্গলমহলের বেগুনকোদরে। জেলা পুলিশের উদ্যোগে কোটশিলা থানার পুলিশের ব্যবস্থাপনায় আনুষ্ঠানীক ভাবে বেগুনকুদরে পুলিশ ক্যাম্পের শুভ উদ্ভোধন হলো। এদিন ফিঁতে কেটে ক্যাম্পের শুভ উদ্ভোধন করলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী।
পুলিশ ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন অভিনাস জাধাওয়ার ভীমরাও, মহকুমা পুলিশ অধিকারিক গৌরব ঘোষ, জয়পুর থানার আইসি লিটন রক্ষিত, কোটশিলা থানার ওসি তারাপদ মন্ডল, বিধায়ক সুশান্ত মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদ সদস্য বিনয় কুমার, ঝালদা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক সিংহ, ঝালদা 2 ব্লকের বিডিও অভিজিৎ চক্রবর্তী, আরসা থানার ওসি সুপ্রতীক মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। জানা যায়, বেগুনকোদর গ্রাম পঞ্চায়েতের সমস্ত এলাকা এবং বামনিয়া-বেল্যাডি ও হিরাপুর-আদারডি অঞ্চলের বেশ কিছু গ্রাম মিলে মতো 30টি গ্রামের মানুষ এই পুলিশ ক্যাম্প থেকে পরিষেবা পাবে। আপাতত এখানে 2 জন অফিসার ও 6 জন কনস্টেবল এই ক্যাম্পে থাকবেন। জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী বলেন, অযোধ্যা পাহাড়ের বেগুনকোদর অঞ্চলের মানুষের কাছে আরও সহজ ভাবে পুলিশি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ক্যাম্পের উদ্বোধন করা হলো। পাশাপাশি পর্যটকদের সবথেকে নিরাপদ ডিস্টিনেশন এই বেগুনকোদর বা মোরগুমাতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে সদা দৃষ্টি রাখবে এই ক্যাম্পের পুলিশ। এই ক্যাম্প চালু হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ থেকে এখানে আসা পর্যটকরা।