28 মাস জেলে থাকা আইএএস পূজা সিংহল অবশেষে জামিন পেলেন
Advertisements
WhatsApp Image 2025-04-03 at 13.18.21 (1)
WhatsApp Image 2025-04-03 at 13.18.21
WhatsApp Image 2025-04-03 at 13.18.20
WhatsApp Image 2025-04-03 at 13.18.19 (1)
WhatsApp Image 2025-04-03 at 13.18.19
Advertisements
Puja Singhal (File Photo)
Advertisements
Advertisements
Advertisements
Ranchi: মনরেগা কেলেঙ্কারির মামলায় 28 মাস জেলে থাকা সাসপেন্ডেড আইএএস পূজা সিংহল জামিন পেয়েছেন। বিশেষ ইডি আদালত তাকে জামিন দিয়েছে। শুক্রবার বিশেষ আদালতে জামিনের আবেদনের শুনানি হয়। এ সময় পূজা সিংহলের তরফে বিতর্ক শেষ হয়। আজ শনিবার আদালতে ইডির পক্ষ পেশ করা হয়। পরে আদালত প্রথমে রায় সংরক্ষণ করে এখন জামিন দিয়েছেন।
তথ্য অনুযায়ী, নতুন আইনের সুবিধা পেয়েছেন পূজা সিংহল। অ্যাডভোকেটের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনএস-এর 479 ধারা অনুযায়ী, যদি কোনো আসামি কোনো মামলায় দীর্ঘদিন কারাগারে থাকে এবং তার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ ওই মামলায় প্রদত্ত সাজার এক-তৃতীয়াংশ হয়, তাহলে তাকে জামিন দেওয়া যেতে পারে। এ বিষয়ে জেল থেকেই একটি ডিটেনশন লেটার লিখেছিলেন পূজা সিংহল।